একসঙ্গে বহু হিট গান! বন্ধুত্বও গভীর! প্রকাশ্যে ঝামেলায় জড়ালেন শ্রেয়া ঘোষাল এবং সোনু নিগম

Avatar

Published on:

সোনু নিগম আর শ্রেয়া ঘোষালের জুটি নিয়ে কোনও কথা হবে না। এদের মেলবন্ধন ভক্তদের মনে আলাদাই জায়গা করে রেখেছে। কিন্তু এই জুটিই প্রকাশ্যে বচসায় জড়িয়ে পড়ল। তাও আবার কেবিসির মঞ্চে। ঘটনা শুনলে চমকে যাবেন।

সম্প্রতি শুরু হয়েছে কৌন বানেগা ক্রোড়পতির ১৬ তম সিজন। কয়েক দিন আগে অতিথি হিসাবে এসেছিলেন শ্রেয়া ঘোষাল এবং সোনু নিগম। প্রতিযোগীর চেয়ারে বসেই রীতিমতো ঝামেলা লেগে গেল দুই শিল্পীর মধ্যে।

   
 ⁠

  
 ⁠

দুই শিল্পীর মধ্যে তর্কাতর্কি দেখে তো অবাক খোদ বিগ বি। তিনি বারবার থামানোর চেষ্টা করলেও লাভ হয়নি। ঝামেলা চলছিলই। কিন্তু কি নিয়ে ঝামেলা? তবে বিশাল কোনও বড় কাণ্ড ঘটেনি।

ওই ভিডিওতে দেখা যাচ্ছে, ঝগড়ার বিষয় হল ফুচকা নাকি পানিপুরী, কোনটা খেতে বেশি ভালো? বেশির ভাগ সময় ফুচকাই অবশ্য বেশি ভোট পেয়েছে। তবে এই ঝামেলা যে ভয় পাওয়ার মতো ছিল তেমনটা একেবারেই নয়। সব আলোচনাই চলছিল মজার ছলে। এই খুনসুটি উপভোগ করছিলেন সকলেই।