মঞ্চের মধ্যেই সোনু নিগমের দিকে তেড়ে এলেন ব্যক্তি! পাল্টা গায়কের প্রতিক্রিয়া দেখে মুগ্ধ শ্রোতারা

Published on:

মঞ্চের মধ্যেই সোনু নিগমের দিকে তেড়ে এলেন ব্যক্তি! পাল্টা গায়কের প্রতিক্রিয়া দেখে মুগ্ধ শ্রোতারা

৯০ দশকের ছেলেমেয়েদের আবেগের অন্য নাম সনু নিগাম। তার সুরের মূর্ছনা আজকালকার প্রজন্মকেও মন্ত্রমুগ্ধ করে তোলে। এই কিংবদন্তি গায়কের সঙ্গেই এমন এক ঘটনা ঘটল যা দেখে অবাক হল শ্রোতারা।

রাজস্থানের কোটায় অনুষ্ঠান করছিলেন সোনু নিগম। । ‘রব নে বানা দি জোড়ি’র ‘ফির মিলেঙ্গে চলতে চলতে’ গাইছেন তখন তিনি। সেই সময় হঠাৎ করে এক ব্যক্তি মঞ্চে উঠে পড়েন। বেশ তির বেগে ছুটে আসেন সোনুর দিকে।

   
 ⁠

তবে অপ্রীতিকর পরিস্থিতি তৈরির আগেই পরিস্থিতি সামলে নেন গায়ক। সোনু ওই ব্যক্তিকে পাশ কাটিয়ে চলে যান। কিন্তু একবারের জন্যেও গান থামাননি। সঙ্গে সঙ্গে নিরাপত্তারক্ষীরা ওই দর্শককে ধরে নিয়ে যান প্রায় পাঁজাকোলা করে।

  
 ⁠

১৯৯৩ সালে মাত্র ১৮ বছর বয়সে বলিউডে কাজ শুরু করেন সোনু নিগম। সারেগামা-র সঞ্চালক হিসাবে দীর্ঘদিন দেখা গিয়েছে সোনু নিগমকে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার, পদ্মশ্রী সম্মান পেয়েছেন তিনি। সোনু নিগমের বেশ কিছু গান রয়েছে যা শুনলে চোখে জল আসতে বাধ্য।