বিনোদন

আবেগের অপর নাম সনু নিগম! গায়কের যে গান গুলো শুনলে কাঁদতে বাধ্য হবেন

৯০ দশকের ছেলেমেয়েদের আবেগের অন্য নাম সনু নিগাম। তার সুরের মূর্ছনা এখনো আজকালকার প্রজন্ম কেও মন্ত্রমুগ্ধ করে তোলে। এই কিংবদন্তি গায়কেরই আজ জন্মদিন। ৫০ বছরে এদিন পা দিলেন সনু নিগাম।

১৯৯৩ সালে মাত্র ১৮ বছর বয়সে বলিউডে কাজ শুরু করেন সোনু নিগম। সারেগামা-র সঞ্চালক হিসাবে দীর্ঘদিন দেখা গিয়েছে সোনু নিগমকে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার, পদ্মশ্রী সম্মান পেয়েছেন তিনি।

সনু নিগমের বেশ কিছু গান রয়েছে যা শুনলে চোখে জল আসতে বাধ্য। প্রথমেই যে গানটার কথা বলতে হয় সেটি হল, শঙ্কর-এয়সান-লয়ের কম্পোজ করা কাল হো না হো ছবির টাইটেল ট্র্যাক। এই গান গায়কের জীবনের দর্শন বদলে দিয়েছিল বলে জানান তিনি।

এরপর রয়েছে, অগ্নিপথ সিনেমার ‘ অভি মুঝ মে কাহি’ গানটি। অজয়-অতুল জুটির কম্পোজিশনে তৈরি গানটি যেন অনবদ্য। হৃতিক-প্রিয়াঙ্কার ‘অগ্নিপথ’ ছবির গান দর্শকদের যেকোনো মুহূর্তে আবেগঘন করে তোলে। এরপর রয়েছে, স্বর্গীয় মদন মোহনের কম্পোজ করা বীর জারা ছবির ‘দো পল’। লতা মঙ্গেশকরের সঙ্গে তাঁর এই গাওয়া গান শোনা যেন স্বর্গীয় অনুভুতি।

এছাড়াও রয়েছে, শান্তনু মৈত্রর সুরে সাজানো সদানন্দ কিরকিরের লেখা অন্যতম হিট গান ‘জানে নেহি দেঙ্গে তুঝে’। রাজুর আত্মহত্যার প্রচেষ্টার পর ছবির পরবর্তী দৃশ্যপট জুড়ে রয়েছে এই গান। যেখানে রাঞ্চো আর ফারহান বদ্ধপরিকর যে কোনও মূল্যে মৃত্যুমুখ থেকে তাঁদের বন্ধুকে ফিরিয়ে আনতে। সোনুর সোলফুল আওয়াজ এই গানে আলাদা মাত্রা যোগ করে।

১৯৭৩ সালের ৩০শে জুলাই জন্ম সোনু নিগমের। মাত্র ৫ বছর বয়স থেকে মঞ্চে গান গাইছেন সোনু। ৪৫ বছর ধরে একটানা জারি রয়েছে এই সুর-সফর। জীবনের এই মধ্য গগনে এসে ভগবানের কাছে কৃতজ্ঞ তিনি। একই সঙ্গে তার ভাগ্য যে সহায় হয়েছে তার প্রতি সে কথাও অকপটে স্বীকার করেছেন গায়ক।

Back to top button