বিনোদন

স্ত্রীর চিকিৎসায় দেনায় ডুবেছেন স্বামী! ফের মসিহা হয়ে লড়াকু যোদ্ধাকে সাহায্যের হাত বাড়ালেন সোনু সুদ

বিভিন্ন সময় বিভিন্নভাবে দুস্থদের পাশে দাঁড়িয়েছেন গরিবের মসিহা অভিনেতা সনু সুদ। দুঃস্থ শিশুদের দায়িত্ব নেওয়া হোক কিংবা করমন্ডল এক্সপ্রেস এ ক্ষতিগ্রস্তদের সাহায্য সবেতে ই এগিয়ে এসেছেন তিনি। এবার ফের আরো এক অসহায় ব্যক্তির পাশে দাঁড়ালেন তিনি। স্ত্রীর চিকিৎসার জন্য গলা অবধি দেনায় ডুবে রয়েছেন তিনি। তাঁকে এবার সাহায্য করলেন অভিনেতা।

জানা গিয়েছে, বিহারের বাসিন্দা খিলানন্দ ঝা। তাঁর স্ত্রী মিনতি পাসওয়ান প্যারালাইসিস স্ট্রোকে আক্রান্ত হন। এরপর তাঁর চিকিৎসার জন্য বহু টাকা ব্যয় হয় খিলানন্দ ঝার। যদিও স্ত্রীকে বাঁচাতে পারেননি তিনি। কিন্তু চিকিৎসার জেরে বহু জায়গায় দেনা হয়ে যায় তাঁর। সমস্যায় পড়ে মুম্বই এসে সনু সুদের সঙ্গে দেখা করেন তিনি। অভিনেতাকে জানান নিজের সমস্যার কথা।

এরপরেই অভিনেতা তাঁকে আশ্বস্ত করেছেন সাহায্য করার। এমনকি পাওনাদারদের সঙ্গে কথা বলে টাকা কমানোর জন্য আবেদন করবেন বলেও অভিনেতা জানিয়েছেন। এক সংবাদমাধ্যমকে তিনি জানান, “আমি ঝা এর সঙ্গে দেখা করেছি। তাঁর দুর্দশার কথা বিস্তারিত শুনেছি। সে আমার সঙ্গে দেখা করতে এসেছে। আমি তাঁকে খালি হাতে যেতে দেব না। আমার সাধ্যমত ওকে সাহায্য করব। টাকা কমানোর জন্য দেনাদারদের সঙ্গে কথা বলব। কিছুদিন সময় চেয়েছি মাত্র”।

অন্যদিকে সনু সুদের থেকে আশ্বাস পেয়ে খুশি খিলানন্দ বাবুও। তিনি বলেন, “আমি কৃতজ্ঞ। শুধুই সোনু নন। অনেকেই এগিয়ে এসেছেন তাঁর সাহায্যে। অর্থ সাহায্য করছেন অনেকেই”।

এক রিপোর্টের ভিত্তিতে জানা যায়, খিলানন্দ বাবু ব্রাহ্মণ পরিবারের সন্তান। কিন্তু তিনি দলিত শ্রেণীর এক মহিলাকে বিয়ে করেন। তখনকার দিনে, বর্ণবাদের বিরুদ্ধে সরব হন তিনি। সমাজের উপহাস এবং হয়রানি সম্মুখীন হতেই লড়াই শুরু করেন। তাঁর অনশনের জেরে সংসদ ভবনও ভাবতে বাধ্য হয়েছিল।

Back to top button