৯০ দশকের ছেলেমেয়েদের আবেগের অন্য নাম সনু নিগাম। তার সুরের মূর্ছনা এখনো আজকালকার প্রজন্ম কেও মন্ত্রমুগ্ধ করে তোলে। এই কিংবদন্তি গায়কেরই আজ জন্মদিন। ৫২ বছরে নিজের কেরিয়ার নিয়ে মুখ খুললেন সনু নিগাম।
১৯৭৩ সালের ৩০শে জুলাই জন্ম সোনু নিগমের। মাত্র ৫ বছর বয়স থেকে মঞ্চে গান গাইছেন সোনু। ৪৫ বছর ধরে একটানা জারি রয়েছে এই সুর-সফর। জীবনের এই মধ্য গগনে এসে ভগবানের কাছে কৃতজ্ঞ তিনি। একই সঙ্গে তার ভাগ্য যে সহায় হয়েছে তার প্রতি সে কথাও অকপটে স্বীকার করেছেন গায়ক।
১৯৯৩ সালে মাত্র ১৮ বছর বয়সে বলিউডে কাজ শুরু করেন সোনু নিগম। সারেগামা-র সঞ্চালক হিসাবে দীর্ঘদিন দেখা গিয়েছে সোনু নিগমকে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার, পদ্মশ্রী সম্মান পেয়েছেন তিনি।
প্রথম সারির এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, “ভগবান আমাকে অনেক কিছু দিয়েছেন, হয়ত আমি যা কল্পনাও করিনি বা মুখোমুখি হওয়ার কথা ভাবিনি। আমি মুম্বই এসেছিলাম একজন গায়ক হতে, কোনওদিন আশা করিনি সারা দেশে আমার পোস্টার বিক্রি হবে একদিন”।