শেখার বিষয়ে ধার ধারেন না নতুন প্রজন্ম! বর্তমান প্রজন্মকে নিয়ে আওয়াজ তুললেন সৌমিলী-সোমা

বর্তমানের ইঁদুর দৌড়ে সাফল্যের লক্ষ্যে পৌঁছতে তাড়া সকলের। কিভাবে অল্প সময়ে অল্প খাটনিতে সাফল্যের শিখরে পৌঁছানো যায় সেই উপায় খুঁজে বেড়াচ্ছেন অভিনেতা-অভিনেত্রী থেকে আমজনতা। আর এই নিয়েই এবার ক্ষোভ প্রকাশ করে মুখ খুললেন টলিউডের অভিনেত্রীদের একাংশ।
সম্প্রতি দিদি নাম্বার ওয়ানে এসেছিলেন সৌমিলি, দেবযানী, সোমা বন্দ্যোপাধ্যায়রা। সেখানে এসেই নবপ্রজন্মদের এই তাড়াহুড়ো করে সফলতা পাওয়ার চেষ্টাকে বেশ কটাক্ষ করেন তারা। নতুন প্রজন্মের অভিনেতা অভিনেত্রীদের মধ্যে শেখার চেষ্টা বিন্দুমাত্র নেই বলেও মত তাদের।
সৌমিলি এই প্রসঙ্গে জানান, “আমরা অল্প অল্প করে শিখেছি। আমাদের মধ্যে ধৈর্য ছিল। কিন্তু এখন যেন একদিন এসেই দ্বিতীয়দিনই ওপরে ওঠার একটা চেষ্টা। এটা তো হয় না। উঠতে গেলে তো ধাপ লাগে। শিখতে হয়, সিঁড়ি লাগে। এই ধৈর্য্য না থাকলে খুব মুশকিল”। নবাগতদের ধৈর্য অনেক কম বলেও মত প্রকাশ করেন অভিনেত্রী।
অপরদিকে সোমা বন্দ্যোপাধ্যায় বলেন, অনেকের শেখার ইচ্ছে থাকলেও বেশিরভাগেরই তা নেই। এ প্রসঙ্গে তার মন্তব্য, “অনেককে নিজে থেকে বলি, যে এটা কর না, ভাল হবে। চরিত্রটা তো হয়ে উঠতে হবে। অনেকে শোনে, আবার অনেকে একটু রেগে যায়। তাদেরকে আর বলি না। কী করব বলে”।
বর্তমানে দেখা যায় উক্তি তারকারা, একটু জনপ্রিয়তা অর্জন করলেই তাদের ভাব অনেক বেড়ে যায়। যেমন চড়চড় করে নিজেদের পারিশ্রমিক তারা বাড়িয়ে দেন ঠিক তেমনি তাদের অহংকারও বেড়ে যায় বলে মদ অভিজ্ঞ অভিনেতা-অভিনেত্রীদের একাংশের। এদিকে তাদের সাফল্য যেমন ঝড়ের গতিতে হয় ঠিক তেমনি অনেক ক্ষেত্রেই দেখা যায় পতনও সমানুপাতিক হারেই হচ্ছে।