একই পর্দায় প্রয়াত দুই কিংবদন্তি অভিনেতা! আসছে সৌমিত্র চট্টোপাধ্যায়-মনু মুখোপাধ্যায়ের নতুন ছবি
চলে গিয়েও যেন থেকে গেছেন তারা। তাঁদের অস্তিত্ব সব সময়ই জানান দেয় তাঁরা আছেন
তাঁদের কাজের মধ্যে দিয়ে। এদের একজন সৌমিত্র চট্টোপাধ্যায় এবং অপর জন মনু মুখোপাধ্যায়। এই দুই কিংবদন্তি শিল্পীই আজ প্রয়াত। কিন্তু আবারও দেখা যাবে তাঁদের পর্দায়। একটি নতুন ছবি আসছে যেখানে সৌমিত্র চট্টোপাধ্যায় এবং মনু মুখোপাধ্যায় দুজনেই একসাথে কাজ করেছেন।
মণীশ ঘোষ পরিচালিত, বজরং আগরওয়াল ও রবিউল শেখ প্রযোজিত, ‘চ্যানেল বি এন্টারটেইনমেন্ট’ নিবেদিত ‘শুধু যাওয়া আসা’ বলে একটি সিনেমা আসছে।২৪ মার্চ শুভমুক্তি। ইতিমধ্যেই ছবির ছবির ট্রেলার ও গানের ভিডিও লঞ্চ হয়েছে।
সৌমিত্র চট্টোপাধ্যায় এবং মনু মুখোপাধ্যায় দুজনেই এখানে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন। এছাড়াও ছবিতে দেখা যাবে, ভরত কল, বিশ্বনাথ বসু, কাঞ্চন মল্লিক, রত্না ঘোষাল, অনামিকা সাহা, টেলিভিশন খ্যাত অভিনেতা সুমন দে এবং নবাগতা প্রিয়াঙ্কাকে।
সিনেমাটিতে কমেডির মোড়কে এক জীবনের দর্শন দেখানো হয়েছে। মূলত এক বৃদ্ধকে ঘিরে ছবির কাহিনী আবর্তিত হয়েছে। এক বিশেষ কারণে তাঁকে তাঁর দীর্ঘ দিনের ভাড়া বাড়ি ছেড়ে চলে যেতে হবে। যদিও তিনি কোথায় যাবেন তা জানেন না কিছুই। তাঁর নিজের বলতে ওই ভাড়া বাড়ির অন্যান্য ভাড়াটেরা। কিভাবে তিনি বাড়ি ছেড়ে যাবেন তাই নিয়েই এগিয়ে চলে গল্প।