বিনোদন

উনিই আমার আদর্শ! বৃষ্টিতে পাহাড়ি রাস্তায় নেচে কার কথা বললেন সৌমিতৃষা?

এখন উত্তরবঙ্গে চুটিয়ে শুটিং হচ্ছে প্রধানের। গোটা টিম সেখানে উপস্থিত রয়েছে। দারুন ব্যস্ততার মধ্যে চলছে কাজ। এর মধ্যেই সময় করে পাহাড়ি রাস্তায় বৃষ্টির মধ্যে নেচে উঠলেন ছবির নায়িকা সৌমিতৃষা।

উত্তরবঙ্গে এখন টানা অনেকদিনের শ্যুটিং শিডিউল। জোর কদমে চলছে শুটিংয়ের কাজ। প্রধান ছবির শুটিংয়ের জন্য এখন উত্তরবঙ্গে রয়েছেন মিঠাই ওরফে সৌমিতৃষা কুন্ডু। কিন্তু সেখানেই পাহাড়ি রাস্তায় নেচে মাতালেন অভিনেত্রী। আর মুহূর্তেই ভাইরাল হল সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায়।

ভিডিওতে দেখা যাচ্ছে, বৃষ্টি ভেজা পাহাড়ি রাস্তায় আকাশী নীল রঙের শাড়ি পরে গানে দারুন নাচ করছেন তিনি। ভিডিওর ক্যাপশনে লিখেছেন, “উনিই আমার আদর্শ”। মূলত তাঁকে চাঁদনি ছবির তেরে মেরে হোঁঠো পে গানটিতে নাচ করতে দেখা যাচ্ছে। মূল গানের ভিডিয়োতে শ্রীদেবী যা যা স্টেপ করেছিলেন তাঁকেও সেই এক স্টেপ করতে দেখা যায়। কমেন্ট বক্সে মিঠাইয়ের তারিফ করেছেন নেটিজেনরা।

কিছুদিন আগে জওয়ানের গানে তাকে নাচতে দেখা গিয়েছিল। ভিডিওতে দেখা যাচ্ছে, বৃষ্টি ভেজা পাহাড়ি রাস্তায় জিন্স পরে ছালেয়া গানে দারুন নাচ করছেন তিনি। ভিডিওর ক্যাপশনে লিখেছেন, “আমার শাহরুখের জন্য”। কমেন্ট বক্সে মিঠাইয়ের তারিফ করেছেন নেটিজেনরা।শাহরুখের জওয়ানের গানে নাচতে গিয়ে কখনও পায়ের চটিও খুলে ফেলেছেন সৌমিতৃষা।

Back to top button