বিরক্ত ‘মিঠাই’। এবার সোশ্যাল মিডিয়ার অনধিকার চর্চা নিয়ে মুখ খুললেন সৌমিতৃষা

সদ্য শেষ হয়েছে মিঠাই সিরিয়াল। এরপর ছোট পর্দা থেকে বড় পর্দায় পাড়ি দিচ্ছেন সৌমিতৃষা। একের পর এক ছবি পোস্ট করে তাক লাগাচ্ছেন অভিনেত্রী। আর এই ছবি ভাইরাল হতেই জোর চর্চা শুরু সোশ্যাল মিডিয়ায়। তাঁকে নিয়ে একের পর অনধিকার চর্চার যেন শেষ নেই। এই নিয়েই চরম বিরক্তি প্রকাশ করেছেন অভিনেত্রী।
গতকালই কাছের মানুষকে আদুরে চুমু খাওয়ার ছবি নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন সৌমিতৃষা কুন্ডু। ছবিতে দেখা যাচ্ছে, তৃণমূল নেত্রী শ্রেয়া পাণ্ডেকে চুমু খেয়েছেন মিঠাই। তৃণমূল নেত্রী তাঁর প্রিয় বন্ধু বলেও জানিয়েছেন তিনি। এই নিয়েও শুরু হয়েছিল চর্চা।
অবশেষে ফেসবুকে অভিনেত্রী লিখেছেন, “মানুষকে ভালবাসুন। কিন্তু দয়া করে, তাঁদের ব্যক্তিগত ও পেশাগত জীবনের মধ্যে বেশি ঢুকবেন না।” তবে কারোর নাম করেননি তিনি। যদিও মনে করা হচ্ছে অতি উৎসাহিত নেটিজেনদের উদ্দেশ্যেই এই কথা লিখেছেন তিনি।
ইতিমধ্যেই দেবের প্রধান ছবিতে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন সৌমিতৃষা।বহুদিন থেকেই এই সিনেমার গুঞ্জন শোনা যাচ্ছিল। এবার তাতেই শিলমোহর দিলেন অভিনেত্রী। দেবের নায়িকা হতে চলেছেন সৌমিতৃষা কুণ্ডু। ‘মিঠাই’ শেষের আগেই নতুন কাজের কথা জানিয়েছেন তিনি। অভিজিৎ সেন পরিচালিত একটি ছবিতে দেবের বিপরীতে দেখা যাবে পর্দার ‘মিঠাই’কে। সোশ্যাল মিডিয়ায় সৌমিতৃষা নিজেই এই কথা জানিয়েছেন। নতুন শুরুর বার্তা দিয়েছিলেন অভিনেত্রী।
ছোটো থেকেই দেবের ফ্যান অভিনেত্রী। তাই পছন্দের নায়কের সঙ্গে অভিনয় করার সুযোগ তার কাছে স্বপ্নের মতো। সেই কারণেই যখন ফোন এসেছিল ছবির প্রস্তাব জানিয়ে তাতে সম্মতি জানাতে দুবার ভাবেননি সৌমিতৃষা।