বিনোদন

বড় পর্দায় পা দিয়েই ভোল বদল! বোল্ড অবতারে নজর কাড়লেন সৌমিতৃষা

ছোট পর্দা থেকে বড় পর্দায় পাড়ি দিচ্ছেন মিঠাই ওরফে সৌমিতৃষা। একের পর এক ছবি পোস্ট করে তাক লাগাচ্ছেন অভিনেত্রী। আপলোড করছেন বোল্ড লুকের ছবি। আর এই ছবি ভাইরাল হতেই জোর চর্চা শুরু সোশ্যাল মিডিয়ায়। তাঁকে নিয়ে একের পর অনধিকার চর্চার যেন শেষ নেই।

এবার হলুদ টিউব টপ পড়ে ঝড় তুললেন অভিনেত্রী। নীল স্কার্টে উন্মুক্ত পেট। খোলামেলা পোশাকের সঙ্গে কোঁকড়া চুল। নায়িকার এই লুক দেখে কার্যত ভিরমি খেয়েছেন অনুরাগীরা। প্রশংসার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়।

মিঠাইয়ের এই লোক দেখে মুগ্ধ তার অনুরাগী মহল। ভক্তগণ কমেন্ট করে জানিয়েছেন, “কেন তুমি এত হট?”, আরেকজন আবার লেখেন, ” সৌমিতৃষা সবার আগে তুমি… সত্যিই রানি.. তোমার সুন্দর মন আর পেশাদারিত্বের জন্য তোমায় সবাই ভালবাসে।”

কিছুদিন আগেই নীল সাহার স্টাইলে সেজেছিলেন সৌমিতৃষা। অভিনেত্রীর মেকআপ করেছিলেন ভাস্কর বিশ্বাস। ছবিগুলি তুলেছেন সায়ন্তন দত্ত। দেখে মনে হচ্ছিল এবার বড়পর্দার জন্যই নিজেকে তৈরি করছেন সৌমিতৃষা। একেবারে মিষ্টি মেয়ের তকমা ছেড়ে বোল্ড লুকে ধরা দিয়েছেন অভিনেত্রী।

Back to top button