নিজেকে প্লুভিয়োফাইল বললেন সৌমিতৃষা! এর অর্থ জানেন?

ছোট পর্দা থেকে বড় পর্দায় পাড়ি দিচ্ছেন মিঠাই ওরফে সৌমিতৃষা। একের পর এক ছবি পোস্ট করে তাক লাগাচ্ছেন অভিনেত্রী। আপলোড করছেন বোল্ড লুকের ছবি। আর এই ছবি ভাইরাল হতেই জোর চর্চা শুরু সোশ্যাল মিডিয়ায়। তবে এবার নিজেকে ‘প্লুভিয়োফাইল’ বললেন অভিনেত্রী। এই ইংরেজি শব্দের মানে জানেন?
সম্প্রতি এক ছবি দিয়েছিলেন অভিনেত্রী।সেখানে নীল শাড়ি আর খোলা চুলে তিনি দৌড়ে বেরচ্ছেন পাহাড়ি রাস্তায়। বৃষ্টির জলে ভিজে হাঁচ্ছে তাঁর শাড়ি। জল এসে পড়ছে চোখে মুখে। দারুন অনুভব করছেন তিনি সেই মুহূর্ত। আর সঙ্গে ক্যাপশনে নিজেকে প্লুভিয়োফাইল বলে অভিহিত করেছেন।
এই ইংরেজি শব্দের মানে হল, যে বৃষ্টি ভালোবাসে। আসল তথ্য হল, প্লুভিয়োফাইল আদপে এমন একজন মানুষ যিনি বৃষ্টি ভালবাসেন, শুধু বৃষ্টিই নয়, ভালবাসেন, বৃষ্টি ভেজা দিন।
এখন উত্তরবঙ্গে প্রধানের শুটিং চলছে। আর তারমধ্যে সেখানে বৃষ্টিও হচ্ছে। সেই বৃষ্টিতেই আত্মহারা হয়ে উঠেছেন অভিনেত্রী। এদিকে কিছুদিন আগেই, হলুদ টিউব টপ পড়ে ঝড় তুললেন অভিনেত্রী। নীল স্কার্টে উন্মুক্ত পেট। খোলামেলা পোশাকের সঙ্গে কোঁকড়া চুল। নায়িকার এই লুক দেখে কার্যত ভিরমি খেয়েছেন অনুরাগীরা। প্রশংসার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়।
মিঠাইয়ের এই লোক দেখে মুগ্ধ তার অনুরাগী মহল। ভক্তগণ কমেন্ট করে জানিয়েছেন, “কেন তুমি এত হট?”, আরেকজন আবার লেখেন, ” সৌমিতৃষা সবার আগে তুমি… সত্যিই রানি.. তোমার সুন্দর মন আর পেশাদারিত্বের জন্য তোমায় সবাই ভালবাসে।”