স্বপ্ন যত বড় হবে, কষ্ট তত বেশি! হঠাৎ জীবন নিয়ে এমন ভাবলেন কেন সৌমিতৃষা?

ছোট পর্দা থেকে বড় পর্দায় পাড়ি দিয়েছেন মিঠাই ওরফে সৌমিতৃষা। একের পর এক ছবি পোস্ট করে তাক লাগাচ্ছেন অভিনেত্রী। নিজেকে গ্রুমও করেছেন অভিনেত্রী। আর এবার এক ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন । এই পোস্টেই ছড়ালো জল্পনা।
একটি ভিডিও পোস্ট করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, “মনে রাখবে, যত বড় স্বপ্ন হবে ততই বেশি কষ্ট পাবে তুমি। আর যত বেশি কষ্ট পাবে ততই সাফল্য আসবে”। তার অল্প বয়সে এই জীবন দর্শন দেখে আপ্লুত নেট দুনিয়া। সকলেই সাধুবাদ জানিয়েছেন অভিনেত্রীর এই ভাবনাকে।
তবে এই নতুন নয়। এর আগেও একটি মিম শেয়ার করে সৌমিতৃষা লেখেন, “মনে রাখবেন কেউ যদি কপি করে তবে তা ভাল। যদি তুমি আসল হও, তবে কপি হওয়ার জন্য প্রস্তুত থাক”। কিন্তু কার উদ্দেশ্যে এই পোস্ট তাই নিয়েই জল্পনা। তবে অনেকেরই ধারণা হঠাৎই প্রচারের আলোয় আসায় তার অনেক শত্রু বৃদ্ধি পেয়েছে। তাদেরই উদ্দেশ্যে হয়তো এই পোস্ট।
তার কিছুদিন আগেও, রাধা কৃষ্ণের প্রেমের একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। সেখানেই অভিনেত্রী লিখেছেন, “এই ইউটিউব, নেটফ্লিক্স ও ইনস্টাগ্রামের যুগে আমি শুধু তোমার ছবিই দেখতে চাই। যখনই মন খারাপ লাগে, গ্রাস করে দুশ্চিন্তা, তোমার ছবিগুলিই আমার উপজীব্য হয়ে ওঠে”। তার এই লেখা দেখেই জল্পনা হয়তো প্রেম করছেন পর্দার মিঠাই।