বিনোদন

তুমি আসল হলে কপি হওয়ার জন্য প্রস্তুত থাকো! কাকে ইঙ্গিত করে পোস্ট দিলেন সৌমিতৃষা?

ছোট পর্দা থেকে বড় পর্দায় পাড়ি দিচ্ছেন মিঠাই ওরফে সৌমিতৃষা। একের পর এক ছবি পোস্ট করে তাক লাগাচ্ছেন অভিনেত্রী। নিজেকে গ্রুমও করেছেন অভিনেত্রী। আর এবার এক ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন । এই পোস্টেই ছড়ালো জল্পনা।

একটি মিম শেয়ার করে সৌমিতৃষা লেখেন, “মনে রাখবেন কেউ যদি কপি করে তবে তা ভাল। যদি তুমি আসল হও, তবে কপি হওয়ার জন্য প্রস্তুত থাক”। কিন্তু কার উদ্দেশ্যে এই পোস্ট তাই নিয়েই জল্পনা। তবে অনেকেরই ধারণা হঠাৎই প্রচারের আলোয় আসায় তার অনেক শত্রু বৃদ্ধি পেয়েছে। তাদেরই উদ্দেশ্যে হয়তো এই পোস্ট।

আরও পড়ুন: সশরীরে নেই, ওই সব কিছু করাচ্ছে আমাকে দিয়ে! বাড়ির পুজোর আয়োজন নিয়ে কী বললেন অভিষেক পত্নী সংযুক্তা?

কিছুদিন আগে, রাধা কৃষ্ণের প্রেমের একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। সেখানেই অভিনেত্রী লিখেছেন, “এই ইউটিউব, নেটফ্লিক্স ও ইনস্টাগ্রামের যুগে আমি শুধু তোমার ছবিই দেখতে চাই। যখনই মন খারাপ লাগে, গ্রাস করে দুশ্চিন্তা, তোমার ছবিগুলিই আমার উপজীব্য হয়ে ওঠে”। তার এই লেখা দেখেই জল্পনা হয়তো প্রেম করছেন পর্দার মিঠাই।

আরও পড়ুন: হঠাৎই মাথায় পাগড়ি অরিজিতের! নেপথ্যে কারণ জানলে চোখে জল আসবে আপনারও

কিছুদিন আগে তাঁর কেমন পাত্র পছন্দ জানতে চাইলে অভিনেত্রী এক সংবাদ মাধ্যমকে জানান, “আমার ডাক্তার পছন্দ। বেশ কেয়ারিং হবে। রান্না করে খাওয়াবে। একবার তো মিঠাই-য়ের সেটে খুব অসুস্থ হয়ে পড়ি। ডাক্তারও ডাকা হয়। ভেবেছিলাম হ্যান্ডসাম কেউ আসবে। সেই জায়গায় আসে এক ডাক্তার কাকু”। যদিও একইসঙ্গে তাঁর মত, “এখন কোনও প্রেম বা বিয়ের সময় নেই। তাই যে গলায় মালা দিতে চান তাঁকে অন্তত ৭-৮ বছর অপেক্ষা করতে হবে। তারপর হবে প্রেম। তারপর বিয়ে”।

Back to top button