বিনোদন

উষ্ণ লুকে মিঠাই! মিষ্টি মেয়ের তকমা ছেড়ে হটনেস ছড়াচ্ছেন সৌমিতৃষা, রইল ছবি

সদ্য শেষ হয়েছে মিঠাই সিরিয়াল। এরপর ছোট পর্দা থেকে বড় পর্দায় পাড়ি দিচ্ছেন সৌমিতৃষা। একের পর এক ছবি পোস্ট করে তাক লাগাচ্ছেন অভিনেত্রী। আপলোড করছেন বোল্ড লুকের ছবি। আর এই ছবি ভাইরাল হতেই জোর চর্চা শুরু সোশ্যাল মিডিয়ায়। তাঁকে নিয়ে একের পর অনধিকার চর্চার যেন শেষ নেই।

নীল সাহার স্টাইলে সেজেছেন সৌমিতৃষা। অভিনেত্রীর মেকআপ করেছেন ভাস্কর বিশ্বাস। ছবিগুলি তুলেছেন সায়ন্তন দত্ত। দেখে মনে হচ্ছে এবার বড়পর্দার জন্যই নিজেকে তৈরি করছেন সৌমিতৃষা। একেবারে মিষ্টি মেয়ের তকমা ছেড়ে বোল্ড লুকে ধরা দিয়েছেন অভিনেত্রী।

এদিকে মিঠাইয়ের এই লোক দেখে মুগ্ধ তার অনুরাগী মহল। ভক্তগণ কমেন্ট করে জানিয়েছেন, “কেন তুমি এত হট?”, আরেকজন আবার লেখেন, ” সৌমিতৃষা সবার আগে তুমি… সত্যিই রানি.. তোমার সুন্দর মন আর পেশাদারিত্বের জন্য তোমায় সবাই ভালবাসে।”

ইতিমধ্যেই দেবের প্রধান ছবিতে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন সৌমিতৃষা।বহুদিন থেকেই এই সিনেমার গুঞ্জন শোনা যাচ্ছিল। এবার তাতেই শিলমোহর দিয়েছেন অভিনেত্রী। দেবের নায়িকা হতে চলেছেন সৌমিতৃষা কুণ্ডু। ‘মিঠাই’ শেষের আগেই নতুন কাজের কথা জানিয়েছেন তিনি। অভিজিৎ সেন পরিচালিত একটি ছবিতে দেবের বিপরীতে দেখা যাবে পর্দার ‘মিঠাই’কে। সোশ্যাল মিডিয়ায় সৌমিতৃষা নিজেই এই কথা জানিয়েছেন। নতুন শুরুর বার্তা দিয়েছিলেন অভিনেত্রী।

উষ্ণ লুকে মিঠাই! মিষ্টি মেয়ের তকমা ছেড়ে হটনেস ছড়াচ্ছেন সৌমিতৃষা, রইল ছবি
উষ্ণ লুকে মিঠাই! মিষ্টি মেয়ের তকমা ছেড়ে হটনেস ছড়াচ্ছেন সৌমিতৃষা, রইল ছবি

ছোটো থেকেই দেবের ফ্যান অভিনেত্রী। তাই পছন্দের নায়কের সঙ্গে অভিনয় করার সুযোগ তার কাছে স্বপ্নের মতো। সেই কারণেই যখন ফোন এসেছিল ছবির প্রস্তাব জানিয়ে তাতে সম্মতি জানাতে দুবার ভাবেননি সৌমিতৃষা।

Back to top button