উত্তরবঙ্গে শুটিংয়ের ফাঁকেই মাতৃ ভক্তি! মাথায় ফুল ছুঁয়ে প্রণাম, সৌমিতৃষার ভক্তিতে মুগ্ধ নেট দুনিয়া

বরাবরই ঠাকুরে ভক্তি সৌমিতৃষার। তার অন্যথা হল না শুটিংয়ের ফাঁকেও। কৌশিকী অমাবস্যায় কালী মন্দিরে গিয়ে মাথায় ফুল ঠেকিয়ে প্রণাম করতে দেখা গেল অভিনেত্রীকে। নিজেই সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করেছেন তিনি।
উত্তরবঙ্গে এখন চুটিয়ে শুটিং চলছে প্রধানের। গোটা টিম সেখানে উপস্থিত হয়েছে। দারুন ব্যস্ততার মধ্যে চলছে কাজ। তার মধ্যেই অভিনেত্রীকে দেখা গেল মন্দিরে গিয়ে ভক্তি ভরে পূজা করতে। মায়ের পায়ে ঠেকানো জবা ফুল পুরোহিত নিজে ছুঁয়ে দিলেন তাঁর মাথায়। তাঁকে দেখে অবাক ভক্তরা। এসেছে প্রশংসাও।
নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি বলেন, “ভগবানের আশীর্বাদে আমি বারবার এত সুন্দর টিম পাই যে আমার কাজ শেখাটা যেমন হয়, কাজ উপভোগ করাটাও ততটাই হয়। দেবদা এক অদ্ভুত ব্যালেন্স করে চলা মানুষ, হাসি মজার ঠাট্টার সময় তাঁর জুড়ি মেলা ভার, আমার কাজের সময় তিনি ঠিক ততটাই সিরিয়াস। আর এটাই তো প্রয়োজন”।
এদিকে উত্তরবঙ্গে শুটিংয়ে গিয়েই জ্বর এসেছিল দেবের। তাও এই নিয়েই শুটিং চালিয়ে গিয়েছেন তিনি। কোনও ভাবেই কাজের ক্ষতি যেন না হয় সেদিকে কড়া নজর ছিল তাঁর। এই প্রসঙ্গে ছবির নায়িকা সৌমিতৃষা কুণ্ডু জানান, “গায়ে-হাতে-পায়ে ব্যথা আছে, একটু দুর্বলও লাগে, ভাইরাল জ্বরে যেমনটা হয়।তবে শুটিং বন্ধ হয়নি একেবারেই। বরং আমি শুনেছিলাম আগেরদিন আনেক রাত পর্যন্ত শুটিং করেছেন উনি।লাইট-ক্যামেরা-অ্যাকশন বললেই ১০০ ভোল্ট। এটা সত্যি শেখার। তাঁর জন্য কখনও কাউকে অপেক্ষা করতে হয় না, বসে থাকতে হয় না। সেখানে শুট বাতিল তো দূরের কথা”।