প্রধানের আগেও দেবের সঙ্গে এই ছবিতে জুটি বাঁধতে মিঠাই! তাও কেন বাদ পড়লেন সৌমিতৃষা?

ছোট পর্দা পেরিয়ে এবার বড় পর্দায় পাড়ি দিয়েছেন ‘মিঠাই’ ওরফে সৌমিতৃষা। দেবের সঙ্গে আগামী ছবিতে জুটি বাঁধছেন তিনি। আগস্ট মাস থেকেই শুরু হবে শুটিং। মিঠাইয়ের তকমা ঝেড়ে ফেলে এবার দেবের নায়িকা হয়ে ওঠার পালা। কিন্তু জানেন কি প্রধান নয় এর আগেও একটা সিনেমায় দেবের সঙ্গে কাজ করার কথা ছিল তার।
মিঠাই হিসেবে জনপ্রিয়তা লাভ করে এবার দেবের নায়িকা হয়ে ওঠার পালা তার। তাই নিজেকে একটু গুছিয়ে তো নিতেই হবে। সেই মতোই গ্রুমও করতে হবে নিজেকে। তাই এবার সিনেমার চরিত্রের প্রয়োজনের খাতিরে নিজের একঢাল কালো চুল কেটে ফেললেন তিনি।
জানা গিয়েছে, প্রধানের আগেই আরও একটি সিনেমা নিয়ে কথা হয়েছিল সৌমিতৃষার সঙ্গে দেবের। সেই ছবিতে সব কিছু ঠিকঠাক থাকলেও কাজ করে ওঠা হয় নি অভিনেত্রীর। সেই ছবির নাম বাঘাযতীন।
সম্প্রতি দেব ও রুক্মিণীর এক দ্বৈত সাক্ষাৎকারে জানা যায়, বাঘাযতীন ছবিতে দেবের স্ত্রীর চরিত্রে নির্বাচিত হয়েছিলেন সৌমিতৃষা। কিন্তু সেই সময় বিষয়টি আর চূড়ান্ত হয়নি। কারণ তখন ‘মিঠাই’ সিরিয়ালের সঙ্গে সৌমিতৃষা যুক্ত ছিলেন।
এই প্রসঙ্গে দেব জানান, সিরিয়ালের কাজ সামলে সিনেমায় অভিনয় করা সম্ভব নয়। কারণ সিনেমার সময় তাঁকে পুরো সময়টা দিতে হয়। সেই কারণেই প্রথম প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। তবে কথা দিয়েছিলেন পরের ছবিতে কাজ করবেন। আর সেই মতই প্রধানে কাজ করতে চলেছেন মিঠাই ওরফে সৌমিতৃষা।
দেব সৌমিতৃষার পাশাপাশি এই ছবিতে দেখা মিলবে সাবিত্রী চট্টোপাধ্যায়ের। দেবের আত্মীয়ার ভূমিকায় অভিনয় করবেন তিনি। সঙ্গে দেখা যাবে ‘টনিক’-এর হিট জুটি দেব ও পরাণ বন্দ্যোপাধ্যায়। এই দুই প্রবীণ অভিনেতা অভিনেত্রীর সঙ্গে কাজ করতে পারা নিঃসন্দেহে ভাগ্যের ব্যাপার নবাগতা সৌমিতৃষার কাছে।