বিনোদন

ভক্ত থেকে জীবনসঙ্গী! আংটিবদল করলেন ‘সারেগামাপা’-র সৌম্য, বিয়ে কবে? পাত্রী কে?

বাগদান পর্ব সারলেন সারেগামাপা খ্যাত সৌম্য চক্রবর্তী। শনিবার কাছের মানুষদের নিয়ে অনুষ্ঠান-পর্ব সারলেন তিনি। আংটি বদল করলেন। তাঁর হবু বউয়ের নাম ঋত্বিকা চক্রবর্তী।

জানা যায়, সৌম্যর ফ্যান ছিলেন ঋত্বিকা। ফেসবুকে আলাপ তাঁদের। বহুদিন থেকেই প্রেম করছেন তাঁরা। অবশেষে সম্পন্ন হল আংটি বদল। ১৫ ডিসেম্বর ধার্য হয়েছে তাঁদের বিয়ের তারিখ।

কর্মসূত্রে ব্যাঙ্গালোরে থাকেন ঋত্বিকা। অপর দিকে মুম্বইতে নিজের কাজ নিয়ে ব্যস্ত আছেন সৌম্য। বেঙ্গালুরু এবং মুম্বই মিলিয়ে সংসার করবেন তাঁরা। সড়গামাপা থেকেই প্রচারে আসেন তিনি।

একেবারেই ঘনিষ্ঠ কয়েক জনকে নিয়ে হয় এদিনের অনুষ্ঠান। ঋত্বিকার বাড়ি কুঁদঘাটে। অপরদিকে সৌম্যর আদি বাড়ি বাঁকুড়ায়। এক সাক্ষাৎকারে গায়ক বলেন, “ঋতিকা আমার গানের ভক্ত ছিল। তার পর এক দিন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। আমারও ঋতিকাকে দেখে ভাল লেগেছিল। সেই থেকেই কথা শুরু। প্রথমে কিন্তু প্রেম ছিল না। আমরা খুব ভাল বন্ধু হয়ে উঠেছিলাম।”

Back to top button