ঠোঁট জড়িয়েছে ঠোঁটে! হবু বউয়ের সঙ্গে চুম্বনের ছবি দিতেই ট্রোলড সৌম্য, পাল্টা দিলেন গায়কও

ইতিমধ্যেই বাগদান পর্ব সারা হয়ে গিয়েছে সারেগামাপা খ্যাত সৌম্য চক্রবর্তীর। কাছের মানুষদের নিয়ে অনুষ্ঠান-পর্ব সেরেছেন তিনি। আংটি বদল করছেন প্রেমিকার সঙ্গে। তাঁর হবু বউয়ের নাম ঋত্বিকা চক্রবর্তী। তবে এবার হবু বউয়ের সঙ্গে চুম্বনের ছবি দিতেই বিতর্কে জড়ালেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় দুজনের ঠোঁটে ঠোঁট দিয়ে চুম্বনের একটি ছবি দিয়েছেন গায়ক। তারপরেই শুরু হয়েছে বিতর্ক। তবে এইসব নেতিবাচক মন্তব্যকে কড়া হাতে সামলেছেন তিনি। দিয়েছেন পাল্টা জবাবও। সেই জবাব শুনে সমালোচনাও এসেছে বিস্তর।
আরও পড়ুন: এমন বউ পেলে একমাস…. নো এন্ট্রি বোর্ড ঝুলিয়ে রাখবো! স্লিভলেস ব্লাউজে তিথিকে দেখেই ফিদা ভক্তকূল
নেতিবাচক কমেন্টের উত্তর দিয়ে সৌম্য লিখেছেন, “আহ মলো যা !! তোমাদের লজ্জা নেই গা ? এ ভাবে চুমু খাওয়া পাবলিক্ প্লেসে হাজার হাজার লোকের সামনে তাও আবার?কি বললে? বৈধ স্ত্রী বা বৈধ গার্লফ্রেন্ড !!! ধুর মশাই এদেশে লোকে চুমু আর স্মুচের কল্পনা বোধহয় ওয়েব সাইটে করে। পুনশ্চ যা বুঝলাম আপনাদের থেকে, পাত্তা দেন না ঘেউ ঘেউ দের ……… আর এটাই বেস্ট”।
আরও পড়ুন: হঠাৎই মুম্বই উড়ে গেলেন শ্রাবন্তী! মধ্যরাতে মাতলেন পার্টিতে
প্রসঙ্গত, এই নিয়ে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি। জানা যায়, সৌম্যর ফ্যান ছিলেন ঋত্বিকা। ফেসবুকে আলাপ তাঁদের। বহুদিন থেকেই প্রেম করছেন তাঁরা। অবশেষে সম্পন্ন হল আংটি বদল। ১৫ ডিসেম্বর ধার্য হয়েছে তাঁদের বিয়ের তারিখ।
কর্মসূত্রে ব্যাঙ্গালোরে থাকেন ঋত্বিকা। অপর দিকে মুম্বইতে নিজের কাজ নিয়ে ব্যস্ত আছেন সৌম্য। বেঙ্গালুরু এবং মুম্বই মিলিয়ে সংসার করবেন তাঁরা। সড়গামাপা থেকেই প্রচারে আসেন তিনি।