প্রস্তাব নাকচ আয়ুষ্মানেরও! সৌরভের বায়োপিকে নাম ভূমিকায় দেখা যেতে পারে এই বাঙালি অভিনেতাকে

Avatar

Published on:

প্রস্তাব নাকচ আয়ুষ্মানেরও! সৌরভের বায়োপিকে নাম ভূমিকায় দেখা যেতে পারে এই বাঙালি অভিনেতাকে

বায়োপিক তৈরি হবে সৌরভ গাঙ্গুলির। এ কথা আগেই জানা গিয়েছিল। তবে তার নাম ভূমিকায় কে অভিনয় করবেন তাই নিয়েই শুরু হয়েছিল জল্পনা। একবার অভিনেতা রণবীর কাপুরের নাম শোনা গেলেও পরে জানা যায় আয়ুষ্মান খুরানাকে দেখা যাবে এই চরিত্রে। কিন্তু এবার সেই নাম নিয়েও জটিলতা তৈরি হল ।

সৌরভের চরিত্রে রণবীর কাপুর অভিনয় করবেন বলে জানা গিয়েছিল। সৌরভেরও ব্যক্তিগত ভাবে পছন্দ তাঁকে। তবে রণবীর জানিয়েছিলেন, তিনি এই বিষয় কিছুই জানেন না। তাঁর কাছে কোনও প্রস্তাবই আসেনি। তিনি করছেন না সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক।

   
 ⁠

এরপরেই নাম উঠে আসে আয়ুষ্মান খুরানার। জানা গিয়েছিল তিনি নাকি বাঁ হাতে খেলেন। তাই সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে এক্ষেত্রে মিল রয়েছে আয়ুষ্মানের। তাই বাংলার দাদার ভূমিকায় দেখা যেতে পারে আয়ুষ্মানকে। কিন্তু শোনা গেল, আয়ুষ্মানও না করে দিয়েছেন।

  
 ⁠

এবারেই উঠে আসছে এক বাংলা অভিনেতার নাম। লাভ রঞ্জনের প্রযোজনায় এই ছবিতে নাম ভূমিকায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দেখা যেতে পারে বলেই খবর। বাংলার অধিনায়ককে বড় পর্দায় নিয়ে আসতে বাঙালি অভিনেতাই বেছে নিতে চাইছেন লাভ। যদিও এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি এই বিষয়ে।