বৌমা কেমন? সাত মাসের মাথায় দর্শনাকে নিয়ে প্রকাশ্যে যা বললেন সৌরভের মা……

Published on:

সন্তান এলেই বড় সিদ্ধান্ত নেবেন সৌরভ! নতুন অতিথির আগমন নিয়ে কী বললেন দর্শনা?

নতুন দম্পতি আর কাজ, এই দুই নিয়েই আপাতত ব্যস্ত দর্শনা বণিক। আবার বলিউডের ওয়েব সিরিজেও দেখা মিলছে বঙ্গ তনয়ার। এদিকে প্রায়ই রিলস বানিয়ে সোশ্যাল মিডিয়ায় সদা সক্রিয় তিনি। এবার বৌমা হিসেবে দর্শনা কেমন সেই নিয়ে মুখ খুললেন সৌরভের মা।


৮ বছরের কন্যাকে জীবন্ত সমাধি দেওয়া হয়েছিল এই কালী মন্দিরে, দেখুন ভিডিও 

৮ বছরের কন্যাকে জীবন্ত সমাধি দেওয়া হয়েছিল এই কালী মন্দিরে, দেখুন ভিডিও 


গতবছর ডিসেম্বরে সৌরভের সঙ্গে গাঁটছড়া বাঁধেন দর্শনা। কাজ ও সংসার দুইই চলছে সমান তাল মিলিয়ে। এবার সদ্য মুক্তি পেয়েছে দর্শনা, মধুমিতা সরকার ও বিক্রম চক্রবর্তীর ছবি সূর্য। যার প্রিমিয়ারেই শাশুড়িমাকে নিয়ে হাজির হতে দেখা যায় দর্শনাকে।

   
 ⁠

বিয়ের সাত মাসের মধ্যেই বউকে নিয়ে সর্বসমক্ষেই মন্তব্য করে বসলেন। সৌরভের মাকে প্রশ্ন করা হয়েছিল দর্শনা কি রান্না করতে পারেন? উত্তরে তিনি বলেন, “ও যেই প্রফেশনে আছে, সেটাতেই ও উত্তোরোত্তর বৃদ্ধি করুক, কেন রান্না করবে”। এই উত্তর শুনে সকলেই হেসে ওঠেন।

  
 ⁠

অল্প হলেও সত্যি’র সময় থেকে বন্ধুত্ব হয় দর্শনা ও সৌরভের। গোলেমালে গোল’-এর সময়ে বন্ধুত্ব আরও গভীর হয়। এরপরেই ধীরে ধীরে ঘনিষ্টতা বাড়ে। সম্পর্ক পরিণতি পেয়েছে বিয়েতে। এরপর কেটেছে ছয়মাস। দাম্পত্যের সাতমাস বয়সে বউকে নিয়েও এক মজার অভিযোগ করেছিলেন অভিনেতা।

দাম্পত্যের খুঁটিনাটি প্রায়ই শেয়ার করে নিতে দেখা যায় তাঁদেরকে। দর্শনাকে নিয়ে সৌরভ বলেছিলেন, ‘নায়িকা বউ চেয়েছি! আর নাটক করলেই দোষ। সারাক্ষণ নেচেকুদে বেড়ায়। আয়না দেখলেই নাচে।’

তবে এই রিলসের জন্যই খুশির খবর এসেছিল তাঁর জীবনে। অন্যান্য বারের মত রিলস বানিয়েছিলেন তিনি। এই গানটি ছিল হীরামান্ডির ‘নজরিয়া কি মারি’। লাল ভেলভেটের লেহেঙ্গা পড়ে রীতিমত ঝড় তুললেন অভিনেত্রী। আর তাঁর এই রিলস পৌঁছে গিয়েছিল হীরামান্ডির পরিচালক স্বয়ং সঞ্জয় লীলা বানসালির কাছে।

দর্শনার সেই রিলস বনশালি প্রোডাকশন-সহ নেটফ্লিক্স ইন্ডিয়া নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছে। এখানেই শেষ নয়, বনশালির ওয়াহিদা অর্থাৎ সঞ্জীদা শেখও প্রশংসা করেছেন দর্শনার। আর এতেই মুগ্ধ অভিনেত্রী। এক কথায় আপ্লুত যাকে বলে।