মেয়ে ক্রিকেটারের প্রেমে পড়লে কী করবেন সৌরভ? জবাবে কী বললেন দাদা?

সৌরভ গাঙ্গুলি, বাংলার পাশাপাশি দেশেরও গর্ব তিনি। মহারাজ যেন বাঙালির কাছে আলাদা আবেগ। তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও কৌতুহল রয়েছে ভক্তদের। এমনকি তাঁর মেয়ে, স্ত্রীকে নিয়েও জানার আগ্রহ যেন কিছুতেই শেষ হয় না। তাই এবার সেই অন্দরমহলের খবর জানতেই বেশ কিছু প্রশ্নের সম্মুখীন হলেন দাদা।
বাবার মত বিদেশের মাটিতে গিয়ে দেশের নাম উজ্জ্বল করল মেয়েও। আর মেয়ে সানা গাঙ্গুলীর সাফল্যে গর্বিত তাঁর বাব সৌরভ গাঙ্গুলিও। লন্ডনে গ্লোবাল ইউনিভার্সিটি থেকে দারুন রেজাল্ট নিয়ে স্নাতক ডিগ্রি অর্জন করল সানা। সেই ছবি পোস্ট করে সেই ছোট্ট মেয়েকে আদরে ভরিয়ে দিয়েছেন বাবা মা।
সম্প্রতি, র্যাপিড ফায়ার প্রশ্ন উত্তরের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে একের পর এক প্রশ্ন বাণ ছুটে যাচ্ছে সৌরভের কাছে। আর সেগুলোকে মোকাবিলা করে এগিয়ে যাচ্ছেন দাদা। তবে প্রথম প্রশ্নটিই ছিল চমকে দেওয়ার মত।
সৌরভ গাঙ্গুলিকে প্রথমেই মেয়েকে নিয়ে প্রশ্ন করা হয়। তাঁকে জিজ্ঞেস করা হয়, মেয়ে সানা যদি ক্রিকেটারের প্রেমে পড়েন? বেশ কিছুক্ষণ থেমে থেকে উত্তরে সৌরভ বলেন, “একেবারে শুরুতেই তো বাউন্সার দিচ্ছ,এর জবাবটা আমি পরে দেব”। তবে শেষে অবশ্য জানান, ক্রিকেটারের সঙ্গে প্রেম করলে তাঁর কোনো আপত্তি নেই।
এছাড়াও তিনি বলেন, জীবনে সবথেকে বেশি ভালোবাসেন সানাকে। অপরদিকে, খেতে ভালোবাসেন আলু পোস্ত, প্রিয় বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন। এরপরেই জানতে চাওয়া হয়, ক্রিকেটার না হলে কী করতেন তিনি? উত্তরে মহারাজ জানান, তবে বাবার ব্যবসা দেখতেন মন দিয়ে।