শিশু শিল্পী থেকে সফল IAS অফিসার! চিনতে পারছেন এই অভিনেত্রীকে?

Avatar

Published on:

শিশু শিল্পী থেকে সফল IAS অফিসার! চিনতে পারছেন এই অভিনেত্রীকে?

সিনেমা জগত থেকে একেবারে আলাদা হয়ে গিয়ে অন্য পেশায় সাফল্য অর্জন করা মুখের কথা নয়। এবার সেই অসাধ্যই সাধন করে দেখিয়েছে দক্ষিণী ছবির এক অভিনেত্রী। তিনি হলেন এইচএস কীর্তনা। দক্ষিণ ছবিতে তিনি মূলত শিশু শিল্পী হিসেবে কাজ করতেন। কিন্তু বর্তমানে তিনি একজন সফল আইপিএস অফিসার।

রুপোলি দুনিয়ায় নানা সময় বেশ কিছু শিশু শিল্পীকে অভিনয় করতে দেখা গিয়েছে। পরবর্তীতে কেউ বা সুপারস্টার হয়েছেন, তো কেউ বা গ্ল্যামারের দুনিয়া থেকে চিরতরে হারিয়ে গিয়েছেন। তেমনই একজন এইচএস কীর্তনা।তিনি সব সময় দেশের জন্য কিছু করতে চাইতেন। তিনি দেশের সবথেকে কঠিন পরীক্ষায় বসার স্বপ্ন দেখতেন।

   
 ⁠

নিজের স্বপ্ন পূরণ করার জন্য তিনি বিভিন্ন প্রশাসনিক পরীক্ষার প্রস্তুতি নিতেন। ইউপিএসসি সিএসই পরীক্ষার প্রস্তুতি শুরু করার আগে কীর্তনা ২০১১ সালে কর্নাটক অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস (কেএএস) পরীক্ষায় বসেছিলেন। এরপর দুই বছর কেএএস অফিসার হিসাবে কর্মরত ছিলেন।

  
 ⁠

২০১৩ সালে প্রথম বারের জন্য ইউপিএসসি সিএসই পরীক্ষায় বসেন। কিন্তু সেইবার তিনি সফল হননি এমনকি এরপর পাঁচবার তিনি পরীক্ষা দিয়েছেন। অনুবারেই সফলতা আসেনি। অবশেষে ২০২০ সালে ষষ্ঠ বারের মতো পরীক্ষা দেন তিনি এবং তখনই তার স্বপ্ন পূরণ হয়। তাঁর অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ছিল ১৬৭। এরপরেই আইএএস অফিসার হিসেবে নিযুক্ত হন তিনি। কর্ণাটকের মান্ডা জেলায় সহকারী কমিশনার হিসাবে তাঁর প্রথম পোস্টিং হয়।