গসিপ

শোভনের পাশে ছায়াময়ী নারী কি সোহিনী? গায়কের ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা

সম্প্রতি গায়ক শোভন গাঙ্গুলীর সঙ্গে প্রেম ভেঙেছে স্বস্তিকা দত্তর। আবার অপর দিকে সোহিনী সরকারেরও একই অবস্থা। রণজয় বিষ্ণুর সঙ্গে ব্রেকআপ হয়েছে তার। আর এর মধ্যেই অভিনেত্রী সোহিনী সরকারের সঙ্গে শোভনের সম্পর্কের গুঞ্জনে মুখরিত টলিউড। যদিও এই নিয়ে মুখ খোলেন নি কোনও পক্ষই। তবে এবার সোশ্যাল মিডিয়ায় ফাঁস হল এক ছবি। যা দেখে জল্পনা খানিকটা উস্কে উঠল বলাই যায়।

শোনা যাচ্ছিল শোভন-স্বস্তিকার সম্পর্কে নাকি ভাঙ্গন ধরেছে। আর এর পেছনে কারণ সেই তৃতীয় ব্যাক্তির আগমন। গায়িকা ইমন চক্রবর্তীর সঙ্গে ব্রেকআপের পর স্বস্তিকা দত্তের সঙ্গে সম্পর্কে জড়ান শোভন। কোনও দিনই নিজেদের সম্পর্ক নিয়ে আড়াল করেননি এই জুটি। সব সময় প্রকাশ্যে দেখা গিয়েছে তাঁদের একসঙ্গে। ২০২১ সাল থেকে জমিয়ে প্রেম করছেন দু’জন। যদিও এই তৃতীয় ব্যক্তির আগমনের কথা উড়িয়ে দিয়েছেন সব পক্ষই। তবে এবার আবার গায়ক প্রেমে পড়েছেন বলে শোনা যাচ্ছে।

টালিগঞ্জের গুঞ্জন, অভিনেত্রী সোহিনী সরকারের সঙ্গে নাকি নতুন সম্পর্কে জড়িয়েছেন শোভন গাঙ্গুলী। এদিকে রণজয় বিষ্ণুর সঙ্গে বিচ্ছেদের পর সোহিনীও এখন সিঙ্গেল। তাই এই সম্পর্কের খবর এত জোরদার হচ্ছে। সোহিনী সরকারের মায়ের জন্মদিনে শোভনের উপস্থিতিও নজর কেড়েছে। এদিকে সোহিনীকে নিয়ে বিভিন্ন ধরনের প্রতিবেদন, পোস্ট লাগাতার শেয়ার করছেন শোভন।

এরপরেই দেখা গেল সেই ছবি যা নিয়ে এখন আলোচনা তুঙ্গে। শোভনের পাশে যে একটি মেয়ে রয়েছে, তা ছায়া দেখেই স্পষ্ট। এই ছবি দেখে নেটিজেনদের একাংশ শোভনের দিকে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন যে তাঁর সঙ্গে কে রয়েছেন? শোভন যদিও এই নিয়ে কোনও রকম উত্তর দেননি। তবে একাংশের দাবি পাশের ওই ছায়াময়ী নারী সোহিনী।

এদিকে কিছুদিন আগেই সোহিনীর জন্মদিন উপলক্ষে তাঁরা একটি মিনি ট্রিপে গিয়েছিলেন। ট্রিপেরই ছবি শেয়ার করেছিলেন অভিনেতা প্রান্তিক। ওই ছবিতে বাকি বন্ধুদের সঙ্গে শোভনকেও দেখা যাচ্ছে। ব্যাস এরপরেই দুয়ে দুয়ে চার করে ফেলেছেন নেটিজেনরা।

Back to top button