বিষণ্ন মুখে শোভন-সোহিনী! ভাঙনের মুখে গায়কের এই সম্পর্কও?

Avatar

Published on:

প্রকাশ্যে বিয়ের দিনক্ষণ! সম্পর্কে শিলমোহর দিয়ে সোহিনীকে নিয়ে আদুরে পোস্ট শোভনের

শোভন-সোহিনীর প্রেমের গন্ধে এখন মম করছে টলিউড। তাঁদের একসঙ্গে কাটানো একাধিক মুহূর্তের ঝলক বারবার ফুটে উঠছে সোশ্যাল মিডিয়ার পর্দায়। সম্প্রতি জল্পনা উঠেছিল তাঁদের বাগদান পর্ব নিয়ে। এবার শোভনের এক পোস্ট ঘিরে নতুন করে তৈরি হয়েছে কৌতুহল।

শোনা গিয়েছিল, জুলাই মাসে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তাঁরা। তবে আবার কোনও কোনও ঘনিষ্ট সূত্র জানাচ্ছে জুলাই নয় বরং নভেম্বরে বিয়ে সারতে পারেন এই জুটি। এরমধ্যেই আদতেই তাঁরা কবে বিয়ে করছেন সেই নিয়ে আরও কৌতুহলের মাঝেই শোভনের ছবি ঘিরে নতুন করে জল্পনা।

   
 ⁠

অনেকক্ষেত্রেই দেখা গিয়েছে, গায়ক সোহিনীর সঙ্গে ছবি দিয়েও তা মুছে দিয়েছেন। কিন্তু ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও এই ছবি জ্বলজ্বল করছে সোশ্যাল মিডিয়ার পাতায়।

  
 ⁠

ছবিতে দেখা যাচ্ছে, এক গাছ গাছালি ঘেরা জায়গায় বিষণ্ন মুখে বসে আছেন দুজনে। শোভনের হাতে পানীয় ভর্তি গ্লাস। ক্যাপশনে দুটি হৃদয়ের মাঝে একটা ফুলের ইমোজি দেওয়া। এই দেখেই এক নেটিজেনের প্রশ্ন, “প্রেমের ছবি হবে আনন্দের। তাতে এত দুঃখ কেন?”

https://www.instagram.com/p/C6o5v0kylLR/?utm_source=ig_web_copy_link

দিন কয়েক আগে বাগদানের গুঞ্জন নিয়ে এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সোহিনী বলেন, “বলার সময় তো ফুরিয়ে যাচ্ছে না। এখনও সময় আছে। এক্ষুণি.. আমাকে পূর্ব সম্পর্ক, অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে তাড়াহুড়ো করে লাভ নেই। তবে সব কিছুই সোশ্যাল মিডিয়াতে দিয়ে লাভ নেই”।