বৈষ্ণোদেবী দর্শনে বিশেষ ট্রেন ভারতীয় রেলের! কবে, কোথা থেকে ছাড়বে? জানুন টাইম টেবিল

Published on:

বৈষ্ণোদেবী দর্শনে বিশেষ ট্রেন ভারতীয় রেলের! কবে, কোথা থেকে ছাড়বে? জানুন টাইম টেবিল

জুন-জুলাই মাসে অমরনাথ কিংবা বৈষ্ণোদেবীর দর্শনের জন্য ভিড় বাড়ে। ট্রেনের টিকিট পাওয়া হয় দুষ্কর। তবে এবার সেই সমস্যা খানিকটা হলেও মিটতে পারে। স্পেশ্যাল ট্রেনের ব্যবস্থা করেছে ভারতীয় রেল। এই ট্রেন চললে যাত্রী ভিড় বেশ খানিকটা লাঘব হবে বলেই মনে করা হচ্ছে।

বৈষ্ণোদেবী দর্শনের জন্য দিল্লি থেকে সরাসরি কাটরা পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস আগেই চালু করেছে ভারতীয় রেল। এবার চালু করা হল আরও একটি স্পেশ্যাল ট্রেন। এই ট্রেন চলবে সপ্তাহে দুদিন। মূলত অতিরিক্ত ভিড় সামাল দিতেই এই ব্যবস্থা।

   
 ⁠

ভারতীয় রেল সূত্রে খবর, দিল্লি-কাটরা আপ-ডাউন করবে ট্রেনটি আপাতত এক মাসের জন্য সপ্তাহে দু-দিন ট্রেনটি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতি রবি ও বুধবার দিল্লি থেকে ট্রেনটি রাত ১১.৪৫ টায় ছাড়বে এবং পরদিন সকাল ১১.৪০ টায় কাটরা পৌঁছবে। আবার প্রতি সোম ও বৃহস্পতিবার কাটরা থেকে রাত ৯.২০ টায় ট্রেনটি ছাড়বে এবং পরদিন সকাল ৯টায় দিল্লি পৌঁছবে।

  
 ⁠

আগামী ৩ জুলাই থেকে চালু হবে এবং চলবে ৩১ জুলাই পর্যন্ত। স্পেশাল ট্রেনটি সোনিপত, কুর্নুল, কুরুক্ষেত্র, আম্বালা ক্যান্টনমেন্ট, ধান্ধারি কালান, জলন্ধর ক্যান্টনমেন্ট, পাঠানকোটে থামবে। যাত্রীরা চাইলে এই স্টেশনগুলিতেও নামতে পারবেন।