বিনোদন

শ্রাবন্তীর পরিবারে এল নতুন অতিথি! এই খুদের আগমন কি রোশনের কথাই মনে করালো?

সবসময়ই চর্চার কেন্দ্র বিন্দুতে শ্রাবন্তী চট্টোপাধ্যায়। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে হোক বা কখনো ফ্যাশন সবসময়ই শিরোনামে থাকছেন তিনি। এবার তার ঘরে এল নতুন অতিথি। নিজের রূপকথার পরিবারে স্বাগত জানিয়েছেন নতুন খুদে কে।

শ্রাবন্তীর পোষ্য প্রেমের কথা সকলেরই জানা। ইতিমধ্যেই চারটে পোষ্য রয়েছে তাঁর। এরমধ্যেই আরো এক নতুন খুদে পোষ্যকে ঘরে আনলেন তিনি। হাস্কি প্রজাতির একটি সারমেয়কে বাড়িতে এনেছেন অভিনেত্রী।

এই নতুন এক রত্তির সঙ্গে নাকে নাক ঘষে ইনস্টাগ্রামে ছবি দিয়েছেন তিনি। সঙ্গে ক্যাপশনে লিখেছেন, ‘আমার রূপকথার পরিবারের তোমাকে স্বাগত’। এই ছবি দেখে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।

এর আগে ২০২০ সালের জুন মাস নাগাদ আরও একটি সারমেয়কে ঘরে এনেছিলেন শ্রাবন্তী, তখন রোশনের সঙ্গে তাঁর ছিল মধুর। সেই কুকুর ছানার নাম রেখেছিলেন ট্রিক্সি।

প্রসঙ্গত, ব্যক্তিগত জীবন নিয়ে সবসময়ই টানাপোড়েন চলছে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের। বিবাহ বিচ্ছেদের মামলা চলছে শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং তার তৃতীয় পক্ষের স্বামী রোশানের মধ্যে। এই মামলায় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি ভারতীয় দন্ডবিধির ১২৫ নম্বর ধারা অনুযায়ী রোশন সিং-এর বিরুদ্ধে খোরপোষের মামলা করেছেন। ২০২১ সালের সেপ্টেম্বর মাসেই এই খবর সামনে আসে।

Back to top button