গসিপ

রাতপার্টিতে মজে শ্রীলেখা! রাতপার্টির ভিডিও পোস্ট করতেই কেন মেজাজ হারাল নেটপাড়া?

টলি ইন্ডাস্ট্রিটে যে কজন অভিনেত্রী নিজের শর্তে বাঁচেন তাদের মধ্যে অন্যতম শ্রীলেখা মিত্র। কোনও কালেই সমালোচকদের পাত্তা দেননি তিনি। বরং নিন্দুকদের তোয়াক্কা না করেই নিজের মত করে জীবনকে উপভোগ করছেন অভিনেত্রী। এবার বন্ধুদের সঙ্গে ছাদে পার্টি করার ছবি সোশ্যাল মিডিয়ায় দিতেই আক্রমণ ধেয়ে এল তাঁর দিকে।

সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। সেখানে দেখা যাচ্ছে, ছাদে অনেক বন্ধুর সঙ্গে আনন্দে মেতেছেন তিনি। চলছে দেদার মজা, হুল্লোড়। আর সঙ্গে মদ্যপান। এই মদ্যপান দেখেই ক্ষেপে গিয়েছেন নেটিজেনরা। সমালোচনায় ভরিয়ে দিয়েছেন অভিনেত্রীর পোস্টকে।

কেউ লিখেছেন, “মদ গাঁজা এইগুলো প্রচার করেন আপনারা কারন আপনারা নিজেদের জীবনে সবথেকে হতাশ, আমাদের মধ্যবিত্ত শ্রেণির জীবন আপনাদের থেকে অনেক সুখের। ভাল থাকবেন”। কারোর কথায়, “দিনের বেলায় কৌটো ঝাঁকায় ۔۔রাত্রে করে ফিস্ট তারাই হল ۔কমুনিস্ট”।

এইভাবে প্রকাশ্যে মদ খাওয়ার ভিডিও পোস্ট করার বিষয়টি সমর্থন করেননি অনেকেই। অনেকেই উপদেশ দিয়েছেন এমন ভিডিয়ো শেয়ার করে মদ্যপানকে প্রমোট না করাই ভাল।যদিও এবারও বিষয়টাকে সেভাবে গুরুত্ব দেননি অভিনেত্রী। নিজের আনন্দের মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি।

Back to top button