ক্রিকেটারের সঙ্গে প্রেমের গুঞ্জন, এই খুদে বালিকা এখন মেগা সিরিয়ালের নাম করা অভিনেত্রী! চিনতে পারছেন?

নিজের ভাইয়ের জন্মদিনে তার এবং ভাইয়ের একটি ছোটবেলার ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন এই অভিনেত্রী। ছবি দেখে একবিন্দু চেনার উপায় নেই তাকে। তবে তিনি এখন বাংলা মেগা সিরিয়ালের জনপ্রিয় মুখ। আপনারা কি কোন ভাবে এই ছবি দেখে তাকে চিনতে পারছেন?
কথা হচ্ছে অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য কে নিয়ে। নাগলীলা’তে প্রথম অভিনয় করেন তিনি। এরপর গাঁটছড়া ধারাবাহিকের মধ্যে দিয়ে জনপ্রিয়তা অর্জন করেন অভিনেত্রী। জামাই রাজা, বেদের মেয়ে জ্যোৎস্না’-তেও তাঁর অভিনয় প্রশংসিত হয়।
তার ভাই শুভদীপ ভট্টাচার্যের জন্মদিনে নিজেদের ছোটবেলার একটি মিষ্টি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। সেখানে ক্যাপশনে লিখেছেন, ‘২০ বছর আমার অত্যাচার সহ্য করার জন্য কুর্নিশ ! বড্ড বেশি ভালো মানুষ তুই! কিন্তু এটাই আফসোস মা-বাপি কারোর থেকে কখনো ধোলাই খেতে হয়নি তোকে, শুভ জন্মদিন ভাই… বাকি নাম নাই বললাম’।
টলিপাড়ার গুঞ্জন, এক ক্রিকেটারের সঙ্গেও গিয়েছিলেন সম্পর্কে।ক্রিকেটার কণিষ্ক শেঠের সঙ্গে শ্রীমার প্রেমের উড়ো খবর ছিল ২০২২ সালে। যদিও সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী। এদিকে গাঁটছড়া সিরিয়াল বন্ধ নিয়ে তিনি জানান, গাঁটছড়া বন্ধ হবে সেরকম কোনও সরাসরি খবর প্রোডাকশ হাউস বা চ্যানেলের তরফ থেকে কোনও নির্দেশ তার কাছে আসেনি।