ছিলেন একেবারেই সাদামাটা ইঞ্জিনিয়ারিং কলেজের স্টুডেন্ট। সেখান থেকে সোজা টলিউডের সিনেমার নায়িকা, তাও আবার দেবের বিপরীতে। এটা যে কারোর কাছেই অনেক বড় পাওয়া। এবার নিজের সেই বদলে যাওয়া জীবনেরই গল্প বললেন অভিনেত্রী সৃজা।
দমদমের মেয়ে সৃজা ইঞ্জিনিয়ারিং কলেজের পড়ুয়া ছিলেন। তাঁর ইচ্ছে ছিলো ঠিক মত পড়াশোনা করে একটা ভালো চাকরি করবেন। কিন্তু তার আগেই বদলে গেল জীবন। ইঞ্জিনিয়ারিং পড়ুয়া থেকে হঠাৎ হয়ে গেলেন টলিউডের অভিনেত্রী। কিভাবে হল এই বদল? হঠাৎ করেই তার কাছে সুযোগ আসে বলে জানান তিনি।
শোনা যায়, প্রায়ই নাকি প্রচারের কাজে দেরি করে পৌঁছতেন অভিনেত্রী। এই প্রসঙ্গে তিনি অবশ্য বলেন, বৃষ্টি পড়লে দেরি হচ্ছে পৌঁছতে। তবে তিনি নাকি ভারী পাংচুয়াল। অভিনেত্রী আরও বলেন, তিনি দেবকে জিজ্ঞেস করেছিলেন যে, ইন্টারভিউতে কীভাবে কথা বলবে। তবে অভিনেতা নাকি তাকে বলেন, যেটা মনে আসবে সেটাই বলতে। তাই তিনি যেটা বলেন তার সবটাই আনফিল্টার্ড।
অভিনেত্রীদের জীবন নিয়ে চর্চার শেষ নেই। তবে এই নিয়ে অনেকেই ভেঙে পড়েন। কিন্তু এই অবশ্য সৃজার মত, “ভাল করে কাজ করতে চাই। সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই। বিতর্কের মাধ্যমে আমি জনপ্রিয়তা চাই না। মানুষ যেন আমায় কাজের মাধ্যমে চেনে”।