ইংরেজিতে কথা বলা ভদ্রতা বলে মনে করি,আমি অপারগ! বিতর্ক সামলে মুখ খুললেন সৃজিত

ফের বিতর্কে জড়িয়েছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। সম্প্রতি এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেখানেই ইংরেজিতে ভাষণ দেন পরিচালক। আর তাতেই শুরু হয়েছে সমালোচনা। যদিও এই যাবতীয় সমালোচনার পাল্টা জবাব দিয়েছেন তিনি।
কয়েকদিন থেকেই ইংরেজি ও বাংলা ভাষা নিয়ে জোর বিতর্ক চলছে সোশ্যাল মিডিয়ায়। লরেটো কলেজ বাংলা মিডিয়ামের ছাত্র-ছাত্রীদের তাদের কলেজে ভর্তি হওয়া যাবে না বলে এক বিজ্ঞপ্তি দিয়েছিল। তাতে শুরু হয়েছিল বিতর্ক। পরে চাপের মুখে পড়ে নতি স্বীকার করে কলেজ কর্তৃপক্ষ। ওই বিজ্ঞপ্তি প্রত্যাহার করে ক্ষমা চায় তারা।
এদিকে এর মধ্যেই এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গিয়ে ইংরেজিতে কথা বলার জন্য সমালোচনার শিকার হয়েছেন সৃজিত মুখোপাধ্যায়। এরপরই সোশ্যাল মিডিয়ায় সরব হয়ে পরিচালক লিখেছেন, “একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে, যেখানে সঞ্চালনা ইংরেজি এবং বাংলা দুই ভাষাতেই হচ্ছিল, সেখানে আমার ইংরেজিতে কথা বলা নিয়ে কিছু মানুষ আপত্তি জানিয়েছেন দেখলাম। তাঁদের জ্ঞাতার্থে বলি যে, যে অনুষ্ঠানের প্রধান অতিথি অবাঙালি, যেখানে তিনি মুখের সামনে বসে আছেন আর যেখানে কোনও অনুবাদক বা অনুবাদ যন্ত্র নেই, সেখানে আমি ইংরেজিতে কথা বলা ভদ্রতা বলে মনে করি”।
এই বিষয়ে যে তিনি একেবারেই অনুতপ্ত নন সেটাও তার লেখার মধ্যে দিয়ে স্পষ্ট হয়েছে। তার সংযোজন, “যাঁরা এই ব্যপারে দ্বিমত পোষণ করেন, করতেই পারেন, এই ব্যাপারে আমি অপারগ। আমার মাতৃভাষার প্রতি প্রেম এবং সাধারণ সহবত, এর মধ্যে স্ট্যাটিস্টিক্সের ভাষায় ‘Spurious correlation’ আছে বলে আমার বদ্ধমূল বিশ্বাস”।