সিরিয়াল

গাঁটছড়ার সেটেই জমিয়ে আইবুড়ো ভাত খেলেন শ্রীপর্ণা! কবে বসছেন বিয়ের পিঁড়িতে? পাত্র কে?

টলিপাড়ায় এখন শুধু বিয়ের গুঞ্জন।এবার আরো এক অভিনেত্রীর বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে। তিনি হলেন শ্রীপর্ণা রায়। যিনি টুসু নামেই বেশি পরিচিত। তবে এখন গাঁটছড়ায় অভিনয় করে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। এবার সেই গাঁটছড়ার সেটেই জমিয়ে আইবুড়ো ভাত খেলেন শ্রীপর্ণা।

টালিগঞ্জে এখন কান পাতলেই শোনা যাচ্ছে চলতি বছরেই নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই অভিনেত্রী। এক সংবাদ মাধ্যমকে অবশ্য তিনি জানিয়েছেন, এই বছরই নভেম্বরে আশা রয়েছে। তবে চূড়ান্ত দিনক্ষন অবশ্য জানাননি কিছুই। তবে এবার সেই জল্পনায় শিলমোহর পড়ল।

পঞ্চব্যঞ্জন সাজিয়ে প্রিয় নায়িকাকে আইবুড়োভাত খাওয়ালেন টিমের সদস্যরা। কাজের মাঝেই চলল খাওয়া দাওয়া। গাঁদা ফুলের মালা পরিয়ে, মাটির বাসনে হরেক রকম পদ সাজিয়ে খাওয়ানো হল তাঁকে। কলাকুশলীরা বাড়ি থেকে সকলেই কিছু না কিছু রান্না করে নিয়ে এসেছিলেন।

তবে পাত্রের কথা জিজ্ঞেস করলে সেই বিষয়টি অবশ্য সুকৌশলে এড়িয়ে গেছেন তিনি। তবে যেই টুকু জানা গিয়েছে তাতে তাঁর হবু বর পেশায় চিকিৎসক।শ্রীপর্ণার ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, অভিনেত্রী চেয়েছিলেন এমন একজন জীবনসঙ্গী পেতে যিনি মানুষের সেবায় ব্রতী থাকবেন। মানুষের জীবন বাঁচানোর জন্য তাঁর অবদান থাকবে।

অভিনেত্রী এক সাক্ষাৎকারে বলেছেন, “প্রস্তুতি তুঙ্গে, তবে যেহেতু শ্যুটিং চলছে, তাই দাদা, মামা, মাসীরা সব দায়িত্ব ভাগ করে নিয়েছেন।” মেনু থেকে সাজগোজ সব কিছু নিয়েই মুখ খুলেছেন তিনি। জানিয়েছেন, “বিয়েতে আমি সাবেকি বাঙালি সাজেই সাজব। লাল বেনারসি কেনা হয়েছে। মেনুতে থাকছে চিংড়ি, ভেটকি, আবার বিরিয়ানিও থাকছে”।

আঁচল ধারাবাহিকের হাত ধরে টেলি দুনিয়ায় পা রাখেন শ্রপর্ণা রায়। এরপরেই পৌঁছে যান খ্যাতির শীর্ষে। কিন্তু তারপরের একটি সিরিয়ালেও তেমন জনপ্রিয়তা পাননি তিনি। এদিকে মুকুট সিরিয়ালটিও প্রথম থেকেই টিআরপি রেটিংয়ে তলানিতেই ছিল। তাই শ্রীপর্ণার ভক্তদের একাংশ মনে করছে, এই ধারাবাহিক থেকে সরে যাওয়াটা শাপে বর হয়েছে।

Back to top button