শাহরুখ খান বলিউডে এই নামটাই যথেষ্ট। বলিউডের বাদশাহ তিনি। কিন্তু এই কিং খান কি কখনোই হলিউডে যাওয়ার প্রস্তাব পাননি? নাকি প্রস্তাব পেয়েও যাননি? এক সাক্ষাৎকারে এই সব কিছুর উত্তর দিয়েছেন বাদশাহ নিজেই।
হলিউডের প্রস্তাব কিং খান পেয়েছিলেন ঠিকই। কিন্তু সেই প্রস্তাব তিনি গ্রহণ করেননি এক বিশেষ কারণেই। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, “আমি সরে আছি এই জন্য নয় যে আমি চাই না, আমি সরে আছি কারণ আমি পারি না”।
কিং খানের অকপট স্বীকারোক্তি, “আমি ট্রাভোল্টার থেকে ভাল নাচ করতে পারি না। টম ক্রজ়ের থেকে বেশি সুন্দর দেখতে আমায় নয়। অনেক বেশি প্রস্তুতি লাগে। ছয় থেকে আট মাসের একটা দীর্ঘ প্রস্তুতি। তারই মাঝে আরও অনেক কমিটমেন্ট রাখতে হয়”।
প্রসঙ্গত, সম্ভবত ২০২৫-এই মুক্তি পাবে শাহরুখ সুহানার নতুন সিনেমা। মন্নতেই বাবার সাথে তালিম নিচ্ছে খান-কন্যা। বিদেশ থেকে ট্রেনাররা এসেছে সুহানাকে সাহায্য করতে। সুহানা ছবিটির জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন। অ্যাকশনে ভরপুর ছবিতে অনেক স্টান্ট থাকায় তাঁকে আগের থেকে তৈরি হতে হবে।