শাহরুখ খান বরাবরই ভালো ব্যবহারের জন্য তালিকার শীর্ষে রয়েছেন। এমনকি অনুরাগীদের যাবতীয় আবদারও মিটিয়ে থাকেন তিনি বরাবর। এমনকি বাড়িতেই দেখা যায় তাঁর এই শিষ্টাচারের ছবি। ভাইরাল হয়েছে এক সাক্ষাৎকার। সেখানে তিনি বাড়ির এক গোপন কথাই জানালেন।
সাক্ষাৎকারে তিনি বলছেন, “আমি কখনই আমার স্ত্রীর ব্যগ স্পর্শ করি না। ও যখন পোশাক পরিবর্তন করে আমি দরজায় টোকা দিয়েই ঢুকি। আমি সুহানার ঘরেও টোকা দিয়ে আর পর প্রবেশ করি। ওরা জানে এটা আমি, তাও আমি কখনই কারও স্পেস নষ্ট করি না”।
তাঁর এই শিষ্টাচারের ছবি ধরা পড়েছিল অম্বানির ছেলের বিয়েতেও। সচিন-রজনীকান্তের করমর্দনের পাশাপাশি ইন্ডাস্ট্রির গুরুজন অমিতাভ বচ্চনের পা ছুঁয়ে প্রণাম করেন তিনি। পাশেই দাঁড়িয়ে ছিলেন জয়া বচ্চন। তাঁকে প্রণাম করে আলিঙ্গন করতে দেখা যায় তাঁকে।
কিং খানের সৌজন্যতার প্রমাণ এর আগেও মিলেছে বহুবার। কিছুদিন আগেই কেকেআরের খেলা চলাকালীন অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। ঠিক এই ঘটনা ঘটার আগে বিশেষ ভাবে সক্ষম এক অনুরাগী ছবি তোলার আবদার করেন শাহরুখের কাছে। শরীর খারাপের মধ্যেও বিশেষভাবে সক্ষম এক অনুরাগীর সঙ্গে সেলফি তোলেন শাহরুখ। এরপরেই তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে।