বিনোদন

হুইলচেয়ারে ভেন্টিলেটর সাপোর্ট সঙ্গে নিয়েই জওয়ান দেখলেন শাহরুখ ভক্ত! কী বললেন মুগ্ধ শাহরুখ?

এখন জওয়ান জ্বরে কাবু গোটা দুনিয়া। বলি থেকে টলি জওয়ানের আমেজে মেতেছে। এর মধ্যেই এক ফ্যানের কাণ্ডে আপ্লুত হলেন শাহরুখ খান। ভক্ত হলে হয়তো এমনই হওয়া উচিত।

হুইল চেয়ারে বসে, ভেন্টিলেটর নিয়ে ছবি দেখলেন এক শাহরুখ ভক্ত। সম্প্রতি এমনই একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা দেখে আপ্লুত হয়েছেন খোদ শাহরুখ খান।

ভিডিওতে দেখা যাচ্ছে, অনেকে মিলে তাঁকে হুইল চেয়ারে করে নিয়ে হলে আসছেন। রাজারহাট ফ্যান ক্লাবের তরফে লেখা হয়, “ব্যাপারটা যখন শাহরুখ খানকে নিয়ে তখন মাথা নয়, মন কাজ করে। একজন বিশেষ ভাবে সক্ষম মানুষ যিনি ভেন্টিলেটরে ছিলেন তিনি জওয়ান দেখতে এসেছেন। এটাই শাহরুখ খানের প্রতি মানুষের ভালোবাসা”।

এদিকে এই ভিডিও দেখেছেন শাহরুখ খানও। তিনি লিখেছেন, “অনেক ধন্যবাদ আমার বন্ধু, ঈশ্বর তোমায় সমস্ত খুশি দিক এই দুনিয়ার। তোমার থেকে ভালোবাসা পেয়ে আমি অভিভূত। আশা করি তোমার ছবিটা ভালো লেগেছে। অনেক ভালোবাসা নিও”।

দক্ষিণী পরিচালক অ্যাটলির পরিচালনায় ‘জওয়ান’-এ অভিনয় করেছেন শাহরুখ। অন্যদিকে মুখ্য চরিত্রে রয়েছে। দক্ষিণী অভিনেত্রী নয়নতারা। ক্যামিও চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকেও।এছাড়াও বিজয় সেতুপতি, প্রিয়মণি, সানিয়া মালহোত্রা-সহ একঝাঁক তারকাদের দেখা মিলবে।

তবে প্রথম থেকেই মসৃণ ছিল না জওয়ানের পথ। সাত বার বাধা পেয়েছে এই ছবি সেন্সর বোর্ডের কাছে। বদল করতে হয়েছে বহু দৃশ্য। জানা যায়, ছবিতে একটি আত্মহত্যার দৃশ্য রয়েছে। তার সময় কমানো হয়েছে। মাথা কেটে ফেলার মতো দৃশ্য বাদ দিতে বলা হয়েছে। বেশ কিছু সংলাপেও বদল আনা হয়েছে। কিন্তু এত কিছুর পরেও শাহরুখের জওয়ান যে জয়ী হবেই তা আর বলার অপেক্ষা রাখে না।

Back to top button