বলিউডে যে সমস্ত রিয়েল জুটি এখনও এক সঙ্গে সংসার করছে তাঁদের মধ্যে অন্যতম শাহরুখ গৌরী খানের জুটি। এই দম্পতি নিদর্শন তৈরি করেছেন। কিন্তু তাঁদের সুখী দাম্পত্যের পেছনেও রয়েছে গোপন রহস্য। জীবনে প্রথম উপহার কী দিয়েছিলেন কিং খান গৌরীকে?
শাহরুখ খান ও গৌরী খানের সম্পর্ক নিয়ে একাধিক জল্পনা থাকলেও শাহরুখ খান কিংবা গৌরী কেউই একে অন্যের হাত ছাড়েনি। বরং দিনে দিনে আরও মজবুত হয়েছে সম্পর্ক।প্রেম থেকে শুরু করে বিয়ে, সবটাই যেন রূপলি পর্দার মতো।
এক অনুরাগী শাহরুখের থেকে জানতে চান তিনি গৌরীকে প্রথম কী উপহার দিয়েছিলেন? উত্তরে শাহরুখ বলেন, “যদি আমি সঠিকভাবে মনে রাখি তাহলে সেই দিনের পর ৩৪ বছর পেরিয়ে গিয়েছে… তাঁকে আমি সেই দিন এক জোড়া গোলাপি প্লাস্টিকের কানের দুল দিয়েছিলাম মনে হয়”।
আজও শাহরুখ গৌরীকে নিয়ে বেশ পজেসিভ। শোনা যায় প্রেম চলা কালীন বেশ কিছু শর্ত চাপিয়েছিলেন নায়ক গৌরীর উপর। কিং খান নাকি বলেছিলেন, “তুমি আমার প্রেমিকা। তাই খোলা চুলে রাস্তায় বেরোনোর অনুমতি আমি দিতে পারব না। সাদা রঙের শার্টও পরতে পারবে না”।