সব কিছুর সীমা থাকা দরকার!হঠাৎ মেজাজ হারিয়ে কী করেছিলেন শাহরুখ?

Published on:

ভক্তের আজব প্রশ্ন! আবদার মিটিয়ে ফোন নম্বর শেয়ার করলেন শাহরুখ

ভালো ব্যবহারের জন্য বেশ সুনাম রয়েছে শাহরুখ খানের। কিন্তু কিছু অনুরাগী এমন ব্যবহার করে মাঝে মাঝে যাতে মেজাজ হারাতে বাধ্য হন তারকারা। এমনই এক ঘটনা একবার ঘটে শাহরুখের সঙ্গে।

শাহরুখের দেহরক্ষী ইউসুফ ইব্রাহিম একবার জানান, এক অনুরাগীর আচরণে বিরক্ত হয়েছিলেন বাদশাহ। প্রিয় তারকাদের নিয়ে উন্মাদনা থাকবেই। কিন্তু সব কিছুরই সীমা থাকা উচিত।

   
 ⁠

এক সাক্ষাৎকারে তিনি জানান, শাহরুখকে দেখে এক অনুরাগী ঝাঁপিয়ে পড়েছিলেন নিজস্বী তোলার জন্য। অনুরাগীদের বোঝা উচিত, সব কিছুর একটা সীমা রয়েছে। প্রথমেই ছবি তোলার জন্য ফোন নিয়ে ঝাঁপিয়ে পড়ার আগে বিনীত ভাবে অনুরোধ করুন, ছবি তোলা যাবে কি না।

  
 ⁠

কিছুদিন আগে, নিজের ম্যানেজার পূজা দাদলানির সঙ্গে রাতের দিকে দেখা গেল তাঁকে। কেউ বলছেন ক্লিনিক থেকে ফিরছিলেন, আবার কারোর মতে রেস্তোরাঁতে খেতে গিয়েছিলেন তাঁরা। লিফটের ভিতরে থাকতেই ফটোশিকারিদের নজরে পড়েন তিনি। কিন্তু সঙ্গে সঙ্গেই হুডি নামিয়ে দেন।

এরপরই তার বারণ সত্ত্বেও একজন ছবি তোলার জন্য হাত বাড়ান। তাঁর নাম ধরে চিৎকার করতে থাকেন অনুরাগীরা। তখনই ওই ফটো তুলতে আসা ব্যক্তিকে এক ঝটকায় সরিয়ে দিলেন শাহরুখ। কোনও দিকে না তাকিয়ে সোজা উঠে যান গাড়িতে। এই ভিডিও ভাইরাল হতেই আলোচনা শুরু হয়েছে।