একের পর ধাক্কা। পিতৃ বিয়োগ, তারপরেই মায়ের মৃত্যু শয্যায় ঢলে পড়া, পরপর এই বিচ্ছিন্ন ঘটনা গুলো যেন দুমড়ে মুচড়ে ভেঙে দিয়েছিল শাহরুখ খানকে। কিভাবে তখন গোটা পরিস্থিতির সঙ্গে টক্কর দেবেন বুঝতেই পারছিলেন না কিং খান। কিন্তু তিনি এখনও বিশ্বাস করেন তাঁর মা স্বর্গ থেকে তাঁর কাজ দেখছে।
এক সাক্ষাৎকারে শাহরুখ খান বলেন, “সব সময় মনে হত আমি খুব বড় বড় সিনেমাতে অভিনয় করব। যাতে স্বর্গ থেকে আমার মা এবং বাবা সিনেমাগুলো দেখতে পান। আমি এখনও এটা বিশ্বাস করি এবং তাতে কাজও দেয়। কোন তারাটি আমার মা, আমি সেটাও জানি।”
কিং খানের সংযোজন, “দেবদাস’ সিনেমাতে তাঁর অভিনয় মায়ের পছন্দ হত। সিনেমাতে আমাকে দেখলে তিনি প্রশংসাই করতেন।অনেকেই আমাকে সিনেমাটি করতে নিষেধ করেন। কিন্তু আমি সিনেমাটা করতেই চেয়েছিলাম। হয়তো আমার মাকে দেখানোর জন্যই যে, দেখো মা, আমি দেবদাস সিনেমাতে অভিনয় করছি”।
শাহরুখ একবার জানান, মা যখন মৃত্যু শয্যায় তখন স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, তাঁর মা যদি চলে যায় তবে তিনি নিজেকে শেষ করে দেবেন। কাজ ছেড়ে দেবেন, পড়াশুনা ছেড়ে দেবেন। বোনের যত্ন নেবেন না। খারাপ হয়ে যাবেন।
কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তিনি বুঝেছেন, কতটা বোকা বোকা ছিল তাঁর এই অভিমান। শাহরুখ বাস্তব বুঝতে পারেন পরে। মৃত্যু আটকানো যায় না। তাঁর মায়ের তখন যাওয়ারই ছিল। এরপর নিজেকে গুছিয়ে নেন কিং খান। নিজের পায়ে দাঁড়ান। প্রতিষ্ঠিত হন।