শুটিংয়ের ফাঁকেই পার্কের মধ্যে গৌরীর সঙ্গে এই কাজ করতে ব্যস্ত শাহরুখ! দৃশ্য দেখে হতবাক সহকর্মীরা

Published on:

ছিলেন সহায় সম্বলহীন! গৌরীকে নিয়ে মুম্বইয়ে প্রথম রাত কোথায় কাটিয়েছিলেন শাহরুখ?

বরাবরই ফ্যামিলি ম্যান শাহরুখ খান। পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন তিনি। পোষ্য থেকে বাড়ির প্রতিটি সদস্য সকলের সঙ্গেই নির্ভেজাল সময় কাটাতে চান বাদশা। কিন্তু একবার এমন এক কাণ্ড ঘটেছিলো যা শুনলে অবাক হতে হয়।

শাহরুখ খানের এক সময়ের সহকর্মী সুস্মিতা মুখোপাধ্যায় একবার একটি অভিজ্ঞতার কথা শেয়ার করেন। তখন প্রেম পর্ব চলছে শাহরুখ আর গৌরীর। একটি বিনোদন পার্কে চলছে শুটিং। তখন হঠাৎই সেখানে আসেন গৌরী।

   
 ⁠

সুস্মিতা বলেন, তখন শুটিংয়ের ফাঁকে সামান্য সময় বের করে গৌরীর সঙ্গে নাগরদোলা চড়তে চলে গিয়েছিলেন শাহরুখ। সুস্মিতা দেখেছিলেন যে তাঁরা একসঙ্গে কথা বলতে বলতে, হাসতে হাসতে ফিরছেন। তাঁর সংযোজন, তাতে কাজের কোনও ক্ষতি হয়নি। সব দিক খুব ভালোভাবে ম্যানেজ করতে পারে শাহরুখ।

  
 ⁠

বলিউডে যে সমস্ত রিয়েল জুটি এখনও এক সঙ্গে সংসার করছে তাঁদের মধ্যে অন্যতম শাহরুখ গৌরী খানের জুটি। এই দম্পতি নিদর্শন তৈরি করেছেন। কিন্তু তাঁদের সুখী দাম্পত্যের পেছনেও রয়েছে গোপন রহস্য। দুজনেই বেশ কিছু শর্ত মেনে চলেন। এর মধ্যেই এক সাক্ষাৎকার ভাইরাল হয়েছে। যেখানে শাহরুখ বলেছেন গৌরীর মন জয় করার জন্য তিনি নিজের পরিচয়ও গোপন করেছিলেন।

১৯৯১ সালের ২৫ অক্টোবর বিয়ে হয় তাঁদের। শোনা যায়, বিয়ের জন্য নিজের স্যুট কেনার পয়সা ছিল না শাহরুখের। ‘রাজু বন গ্যয়া জেন্টলম্যান’ ছবির কস্টিউম ডিজাইনার থেকে স্যুট ভাড়া নিয়েছিলেন তিনি।

শাহরুখ খান ও গৌরী খানের সম্পর্ক নিয়ে একাধিক জল্পনা থাকলেও শাহরুখ খান কিংবা গৌরী কেউই একে অন্যের হাত ছাড়েনি। বরং দিনে দিনে আরও মজবুত হয়েছে সম্পর্ক।প্রেম থেকে শুরু করে বিয়ে, সবটাই যেন রূপলি পর্দার মতো।