অমিতাভ, সালমানকে পেছনে ফেলে তালিকায় এক নম্বরে শাহরুখ! এবার কোন বিষয়ে সেরা হলেন তিনি?

Avatar

Published on:

আমেরিকায় বাড়ি ভাড়া দিচ্ছেন শাহরুখ! এক রাতের ভাড়া জানেন কত?

অক্ষয় কুমার, অমিতাভ বচ্চন, সলমন খান, বিরাট কোহলিদের পেছনে ফেলে দিয়ে আরো একবার তালিকায় শীর্ষে উঠে এলেন শাহরুখ খান। এই তালিকা অবশ্য কর প্রদানের। চলতি আর্থিক বর্ষে সবথেকে বেশি টাকার কর দিয়েছেন শাহরুখ খান।

জানা গিয়েছে, ২০২৪ সালে ৯২ কোটি টাকা কর দিয়েছেন তিনি। কিং খানের পরেই রয়েছেন দক্ষিণী অভিনেতা বিজয় থলপতি। ২০২৪ সালে ৮০ কোটি টাকার কর দিয়েছেন তিনি। এরপর তৃতীয় স্থানে রয়েছেন সালমান খান। চতুর্থ স্থানে অমিতাভ বচ্চন এবং পঞ্চম স্থানে বিরাট কোহলি। এই তিনজন যথাক্রমে চলতি বছরে কর দিয়েছেন ৭৫ কোটি টাকা, ৭১ কোটি টাকা এবং ৬৬ কোটি টাকা।

   
 ⁠

এদিকে দেখা গিয়েছে, বক্স অফিসে একের পর এক ছবি মুখ থুবড়ে পড়ায় প্রথম পাঁচের তালিকায় নেই অক্ষয় কুমার। যদিও ২০২২ সালে বিনোদন জগতের সবোর্চ্চ করদাতা ছিলেন অক্ষয় কুমার। এ বার তাঁকে ছাপিয়ে গেলেন শাহরুখ।

  
 ⁠

অজয় দেবগন ৪২ কোটি টাকা কর দিয়েছেন, রণবীর কাপুর ৩৬ কোটি রুপি কর দিয়েছেন। অজয় দেবগন এই বছর দুটি ছবি দিয়েছেন, শয়তান (সুপারহিট) এবং ময়দান (ফ্লপ)। অন্যদিকে, রণবীর কাপুরের অভিনীত ছবি অ্যানিম্যাল মোটামুটি ভালো ব্যবসা করেছিল। এছাড়াও ষষ্ঠ স্থানে রয়েছেন এমএস ধোনি। তিনি ৩৮ কোটি টাকা কর পরিশোধ করেছেন। এরপর রয়েছেন হৃতিক রোশন এবং মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকার , তাঁরা ২৮ কোটি টাকা কর দিয়েছেন৷