আমেরিকায় বাড়ি ভাড়া দিচ্ছেন শাহরুখ! এক রাতের ভাড়া জানেন কত?

Avatar

Published on:

আমেরিকায় বাড়ি ভাড়া দিচ্ছেন শাহরুখ! এক রাতের ভাড়া জানেন কত?

বলিউডের অন্যতম ধনী অভিনেতাদের মধ্যে এক জন শাহরুখ।শুধু মুম্বইয়ে নয়, শাহরুখের বাড়ি রয়েছে বিশ্বের বেশ কিছু শহরে। তেমনই আমেরিকার লস অ্যাঞ্জেলসেও তার বাড়ি রয়েছে। সেই বাড়ির নাম ‘গ্র্যান্ড ভ্যাকেশন ভিলা’। এই বাড়ি ভাড়া দেন কিং খান। রাত প্রতি বাড়ির ভাড়া ২ লাখ টাকা।

শাহরুখের মন্নতের কথা সকলেই জানেন। মুম্বই শহরে এই প্রাসাদ রীতিমত দর্শনীয় স্থান। পর্যটকরা ভিড় জমায় এই বাড়ি দেখতে। কিন্তু শুধু মুম্বই নয় বিশ্বের আরো বেশ কিছু শহরেই বাড়ি রয়েছে বলিউড বাদশার। তার মধ্যেই অন্যতম এই ‘গ্র্যান্ড ভ্যাকেশন ভিলা’। যার রাত প্রতি ভাড়া ২ লাখ।

   
 ⁠

সান্তা মনিকা থেকে পাঁচ মিনিট হাঁটলেই এই বাড়ি। সাদা ও বেইজ রঙের থিমে সজ্জিত গোটা প্রাসাদ। রয়েছে জাকুজি, সুইমিং পুল। চোখ ধাঁধানো ঝাড়বাতি। বাড়িতে রয়েছে ছয়টি ঘর। মাঝে মধ্যেই এখানে ছুটি কাটাতে আসেন কিং খান।

  
 ⁠

মুম্বই, লস অ্যাঞ্জেলস ছাড়াও শাহরুখের বাড়ি রয়েছে লন্ডন, দুবাইতেও। জানা যায়, অনুষ্কা শর্মার সঙ্গে যখন ‘হ্যারি মেট সেজ়ল’ ছবির শুটিং করছিলেন, সেই সময় বেশ অনেকটা সময় পুরো টিমের সঙ্গে এই বাড়িতেই কাটিয়েছিলেন শাহরুখ।