আজকাল শাহরুখ খান সরাসরি নিজের অনুরাগীদের সঙ্গে কথোপকথন করতে পছন্দ করেন। আস্ক মি এনিথিংয়ের সংখ্যাও বাড়িয়ে দিয়েছেন তিনি। এই সেশনেই ঘটল এক ঘটনা। যা মুহূর্তেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
এই রকম এক কথোপকথন সেশনে একজনই খুব অনুরাগী শাহরুখ খানকে জিজ্ঞেস করেছেন তিনি খাবার খেয়েছেন কিনা। এরপরই সেখানে শাহরুখ খান জবাব দিয়েছেন, ‘কিউ আপ সুইগি সে হো কেয়া?’ এ নিয়ে সেই সময় বিস্তর আলোচনা চলে সোশ্যাল মিডিয়ায়। হাসাহাসিও হয়।
এই মেসেজ চোখে পড়ে সুইগি কর্তৃপক্ষের। ফুড ডেলিভারি অ্যাপের তরফে টুইট করা হয়, ‘হাম হ্যায় সুইগি সে। খানা ভেজ দে কেয়া?’ বাদশা অবশ্য ওই টুইটের জবাব দেননি। এরপর এই সাত জন ডেলিভারি বয়কে মান্নাতের সামনে খাবার নিয়ে পাঠিয়ে দেওয়া হয়।
ডেলিভারি বয়রা মন্নতের বাইরে দাঁড়িয়ে রয়েছে এহেন একটি ছবিও আপলোড করা হয় সুইগির সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। ক্যাপশনে লেখা হয়, ‘হাম সুইগিওয়ালে হ্যায়। অউর হাম ডিনার লেকে আ গয়ে।’তবে সেই খাবার শাহরুখ রিসিভ করেছেন কিনা তা জানা যায়নি।
১৫ মিনিটের আস্ক মি সেশনে ফ্যানদের সঙ্গে কথোপকথন করে বিদায় নেন কিং খান। প্রথমে মিটিং পেন্ডিং আছে বলে জানালেও পরে বলেন গোটা বিষয়টাই মজার ছলেই বলছিলেন তিনি। তার মেসোহানার সঙ্গে সময় কাটাবেন বলে এই সেশন শেষ করছেন তিনি।