শাহরুখ খান বরাবরই ভালো ব্যবহারের জন্য তালিকার শীর্ষে রয়েছেন। এমনকি অনুরাগীদের যাবতীয় আবদারও মিটিয়ে থাকেন তিনি বরাবর। নিজেকে অনাথ বলেই আক্ষেপ প্রকাশ করলেন কিং খান। নিজের না পাওয়ার কথা বলতে গিয়ে আবেগঘন হয়ে পড়লেন।
‘মুফাসা: দ্য লায়ন কিং’ ছবির হিন্দি ভার্সনে গলা দিয়েছেন শাহরুখ ও তাঁর দুই পুত্র আরিয়ান এবং আব্রাম। সেই অভিজ্ঞতা বলতে গিয়েই আবেগঘন হয়ে পড়েন তিনি। বলেন, ” আমার গল্পও খানিকটা মুফাসার মত। টেকনিক্যালি বললে, যাঁর বাবা-মা নেই তিনি অনাথ। আমি খুব অল্প বয়সে বাবা-মাকে হারিয়েছি আমিও একপ্রকার অনাথই, কিছুটা বলা যেতে পারে”।
তাঁর সংযোজন, “আমার পরিবারের কেউ কখনও সিনেমা জগতে ছিল না। আমি দিল্লি থেকে মু্ম্বইয়ে এসেছি, তাই আমি বহিরাগত। এটাও তো একটা কিংয়ের গল্প। তাই, হ্যাঁ, আমি রাজা”। আগামী ২০ ডিসেম্বর সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘মুফাসা: দ্য লায়ন কিং’।
অপর এক সাক্ষাৎকারে শাহরুখ খান বলেন, “আমি খুব দরিদ্র, নিম্ন মধ্যবিত্ত ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসেছি। তাই, আমার কখনও কিছু ফেরত পাওয়ার আশা ছিল না। আমি যা পেয়েছি তা আমি সত্যিই সম্মান করি। এটি আমার হৃদয়ের কাছের”।
তাঁর কথায়, “খ্যাতি এবং ধন-সম্পদ সহ যা কিছু আমি পেয়েছে তা শুধুই আমার নয়। আমি খুব ভালো যে তা বলব না। তবে আমি সৎ। আমি বাড়ির বাইরে রেলিংয়ে দাঁড়াতে পারি। কারও আমাকে ভালোবাসার দরকার নেই। আমি নিজেকে সৌভাগ্যবান বলেই মনে করি”। তিনি এই সাফল্যের অবদান তাঁর অনুরাগীদেরকেই উৎসর্গ করতে চান বলে জানান।