বলিউডে যে সমস্ত রিয়েল জুটি এখনও এক সঙ্গে সংসার করছে তাঁদের মধ্যে অন্যতম শাহরুখ গৌরী খানের জুটি। এই দম্পতি নিদর্শন তৈরি করেছেন। কিন্তু তাঁদের সুখী দাম্পত্যের পেছনেও রয়েছে গোপন রহস্য। দুজনেই বেশ কিছু শর্ত মেনে চলেন। আর সেই কারণেই। এখনও টিকে রয়েছে এই সংসার।
শাহরুখ খান ও গৌরী খানের সম্পর্ক নিয়ে একাধিক জল্পনা থাকলেও শাহরুখ খান কিংবা গৌরী কেউই একে অন্যের হাত ছাড়েনি। বরং দিনে দিনে আরও মজবুত হয়েছে সম্পর্ক।প্রেম থেকে শুরু করে বিয়ে, সবটাই যেন রূপলি পর্দার মতো।
তবে শাহরুখ গৌরীকে নিয়ে বেশ পজেসিভ। শোনা যায় প্রেম চলা কালীন বেশ কিছু শর্ত চাপিয়েছিলেন নায়ক গৌরীর উপর। কিং খান নাকি বলেছিলেন, “তুমি আমার প্রেমিকা। তাই খোলা চুলে রাস্তায় বেরোনোর অনুমতি আমি দিতে পারব না। সাদা রঙের শার্টও পরতে পারবে না”।
যদিও এইসব তোয়াক্কা করেননি গৌরী। ভাইরাল এক সাক্ষাৎকারে গৌরী বলছেন, “আমি ওঁকে আমার জীবন থেকে মেরে বার করে দিই বেশ কিছু দিনের জন্য। ওর একটা শিক্ষার দরকার ছিল”।
শাহরুখ ভীষন পজেসিভ। গৌরী খান কোনও পুরুষের কাছাকাছি আসতে পারেন না। মজা করে একবার শাহরুখ নিজেই বলেছিলেন, বয়সে ছোট হলেও গোরীর চারপাশে কোনও ছেলে আমি দেখতে পারি না।