চিঠি লিখে আত্মহত্যার হুমকি শাহরুখের! সেদিনের ঘটনা শেষ করে দিয়েছিল অভিনেতাকে

Avatar

Published on:

এবার জাপানে জওয়ান জ্বর! সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন কিং খান?

একের পর ধাক্কা। পিতৃ বিয়োগ, তারপরেই মায়ের মৃত্যু শয্যায় ঢলে পড়া, পরপর এই বিচ্ছিন্ন ঘটনা গুলো যেন দুমড়ে মুচড়ে ভেঙে দিয়েছিল শাহরুখ খানকে। কিভাবে তখন গোটা পরিস্থিতির সঙ্গে টক্কর দেবেন বুঝতেই পারছিলেন না কিং খান।

এই টানাপোড়েনের মাঝেই মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে ফেলেছিলেন তিনি। যা নিয়ে এখনও আফসোস করেন শাহরুখ। কম বয়সে ভেবেছিলেন হয়তো এইভাবে আটকে রাখতে পারবেন মা কে। কিন্তু মৃত্যুর কাছে যে সবাইকেই হার মানতে হয় সেই বিষয়টি হয়ত ভুলে গিয়েছিলেন শাহরুখ।

   
 ⁠

শাহরুখ জানান, মা যখন মৃত্যু শয্যায় তখন স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, তাঁর মা যদি চলে যায় তবে তিনি নিজেকে শেষ করে দেবেন। কাজ ছেড়ে দেবেন, পড়াশুনা ছেড়ে দেবেন। বোনের যত্ন নেবেন না। খারাপ হয়ে যাবেন।

  
 ⁠

কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তিনি বুঝেছেন, কতটা বোকা বোকা ছিল তাঁর এই অভিমান। শাহরুখ বাস্তব বুঝতে পারেন পরে। মৃত্যু আটকানো যায় না। তাঁর মায়ের তখন যাওয়ারই ছিল। এরপর নিজেকে গুছিয়ে নেন কিং খান। নিজের পায়ে দাঁড়ান। প্রতিষ্ঠিত হন।