শাহরুখের অজান্তেই তাঁর প্রিয়জনের শেষকৃত্য! বাড়ি ফিরেই হুলুস্থুল কিং খানের

Published on:

শাহরুখের অজান্তেই তাঁর প্রিয়জনের শেষকৃত্য! বাড়ি ফিরেই হুলুস্থুল কিং খানের

বরাবরই ফ্যামিলি ম্যান শাহরুখ খান। পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন তিনি। পোষ্য থেকে বাড়ির প্রতিটি সদস্য সকলের সঙ্গেই নির্ভেজাল সময় কাটাতে চান বাদশা। কিন্তু একবার এমন এক কাণ্ড ঘটেছিলো যা শুনলে অবাক হতে হয়।

স্নেহ বড়ই অদ্ভুত। এই স্নেহের বশেই এক কাণ্ড ঘটিয়ে ছিলেন শাহরুখ খান। আর সেই অভিজ্ঞতার কথা জানিয়েছেন শাহরুখের কাকা শ্বশুর। পুরোনো এক অভিজ্ঞতার কথা বলেছেন তিনি। ভাইরাল হয়েছে সেই সাক্ষাৎকারের ভিডিও।

   
 ⁠

সেখানে তিনি বলছেন, “গৌরীকে আমি এক চাইনিজ পেকিনিজ কুকুর উপহার দিয়েছিলাম। শাহরুখও ওই চারপেয়েকে ভালবাসত। একবার শাহরুখ গিয়েছে শুটিংয়ে। হঠাৎ করেই কুকুরটা অসুস্থ হয়ে মারা যায়। বাড়ির কর্মচারীরা তাকে নিয়ে ভাল করে মুড়ে সমুদ্রের পাড়ে কবর দিয়ে আসে”।

  
 ⁠

তিনি আরও জানান, “মাঝরাতে শাহরুখ বাড়ি এসে পোষ্যর কথা জানতে চাইলে সবাই সত্যি কথাই বলে। রাত আড়াইটের সময় কিচ্ছু না শুনে কবরের কাছে গিয়ে আবার কবর খুঁড়িয়ে সেই কুকুরকে ও নিজের বাড়ি নিয়ে আসে”। ওনার কথায়, শাহরুখ নাকি কাঁদতে কাঁদতে বলতে থাকে, “ও আমাদের সঙ্গে থাকবে জীবিত হোক বা মৃত”।এরপর বাড়ির পিছনেই ওকে সমাধিস্থ করা হয়।