শিষ্টাচারে সেরা শাহরুখ! আম্বানির ছেলের বিয়েতে গিয়েও মন জয় করলেন সকলের

Published on:

শিষ্টাচারে সেরা শাহরুখ! আম্বানির ছেলের বিয়েতে গিয়েও মন জয় করলেন সকলের

শাহরুখ খান বরাবরই ভালো ব্যবহারের জন্য তালিকার শীর্ষে রয়েছেন। এমনকি অনুরাগীদের যাবতীয় আবদারও মিটিয়ে থাকেন তিনি বরাবর। এবার আম্বানির ছেলের বিয়েতে গিয়েও ধরা পড়ল সেই শিষ্টাচারের ছবি। মুহূর্তেই ভাইরাল হয়েছে সেই ভিডিও।


৮ বছরের কন্যাকে জীবন্ত সমাধি দেওয়া হয়েছিল এই কালী মন্দিরে, দেখুন ভিডিও 

৮ বছরের কন্যাকে জীবন্ত সমাধি দেওয়া হয়েছিল এই কালী মন্দিরে, দেখুন ভিডিও 


ভাইরাল ভিডিওয় দেখা গেল, নিজেই দেখা করলেন সচিন-রজনীকান্তের সঙ্গে। করমর্দন করলেন তাঁদের সঙ্গে। ইন্ডাস্ট্রির গুরুজন অমিতাভ বচ্চনের পা ছুঁয়ে প্রণাম করে নিলেন আশীর্বাদ। পাশেই দাঁড়িয়ে ছিলেন জয়া বচ্চন। তাঁকে প্রণাম করে আলিঙ্গন করতে দেখা যায় তাঁকে।

   
 ⁠

এখানেই শেষ নয়। ‘থালাইভা’ রজনীকান্ত ও তাঁর স্ত্রীকে করজোড়ে প্রণাম করে অভিবাদন জানাচ্ছেন। করমর্দন করেন শিবসেনা নেতা উদ্ধব ঠাকরের সঙ্গেও। পাঠানি সালওয়ার কুর্তায় সেজেছিলেন শাহরুখ। রং মিলান্তি লহেঙ্গা পড়েছিলেন গৌরী।

  
 ⁠

কিং খানের সৌজন্যতার প্রমাণ এর আগেও মিলেছে বহুবার। কিছুদিন আগেই কেকেআরের খেলা চলাকালীন অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। ঠিক এই ঘটনা ঘটার আগে বিশেষ ভাবে সক্ষম এক অনুরাগী ছবি তোলার আবদার করেন শাহরুখের কাছে। শরীর খারাপের মধ্যেও বিশেষভাবে সক্ষম এক অনুরাগীর সঙ্গে সেলফি তোলেন শাহরুখ। এরপরেই তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে।