কেবিসির মঞ্চে বিয়ের প্রস্তাব! প্রিয়াঙ্কার জবাব শুনেই মন ভাঙল শাহরুখের

Avatar

Published on:

কেবিসির মঞ্চে বিয়ের প্রস্তাব! প্রিয়াঙ্কার জবাব শুনেই মন ভাঙল শাহরুখের

প্রিয়াঙ্কা চোপড়াকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন শাহরুখ খান। এমন পরিস্থিতিতে হকচকিয়ে গিয়েছিলেন সকলেই। ২০০০ সালের সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চে প্রিয়ঙ্কা চোপড়াকে প্রশ্ন করেছিলেন শাহরুখ। সেখানেই উঠে আসে বিয়ের প্রসঙ্গ। তবে এই একবার নয় এরপরেও একবার এমন পরিস্থিতি তৈরি হয়েছিল।

এবার কেবিসির মঞ্চে এসেছিলেন প্রিয়াঙ্কা। তখন কৌন বনেগা ক্রোড়পতির সঞ্চালনা করতে শাহরুখ খান। সেই সময় প্রিয়াঙ্কাকে শাহরুখ সরাসরি প্রশ্ন করে বসেন, কেবিসির সঞ্চালককে অর্থাৎ তাঁকে তাঁর পছন্দ কিনা? উত্তরে পিগি চপস যা বলেছিলেন সেই শুনে হেসেছিল সকলে।

   
 ⁠

প্রিয়াঙ্কা চোপড়া জানিয়েছিলেন, তাঁর এমন ছেলে পছন্দ যার ফ্যাশন সেন্স ভাল, যার গা দিয়ে ভাল গন্ধ বের হয়। এরপরেই প্রিয়াঙ্কা বলেন, তাঁর চেয়ে লম্বা ছেলেই নিজের জীবনসঙ্গী বানাতে উৎসুক তিনি।

  
 ⁠

শাহরুখ ও প্রিয়াঙ্কার উচ্চতা প্রায় সমান। এই কথা শুনে খানিকটা মুষড়ে পড়েন কিং খান। তবে হাল না ছেড়ে তিনি বলেন, “ঠিক আছে পুশ আপস আর ওয়ার্কআউট করে শরীরের উচ্চতাও কিছুটা ঠিক করে নেব না হয়”। যদিও গোটা বিষয়টি মজার ছলে ঘটেছিল।