অবশেষে স্বপ্ন পূরণ কিং খানের! স্বপ্নের নারীর সঙ্গে র‍্যাম্পে হাঁটলেন শাহরুখ

Published on:

অবশেষে স্বপ্ন পূরণ কিং খানের! স্বপ্নের নারীর সঙ্গে র‍্যাম্পে হাঁটলেন শাহরুখ

তিনি বলিউডের বাদশা। তাঁকে দেখার জন্য মুখিয়ে থাকেন সকলে। তবে তাঁরও কিছু স্বপ্ন ছিল। তিনিও চেয়েছিলেন এক স্বপ্নের নারীর সঙ্গে ব়্যাম্পে হাঁটতে। আর তাঁর সেই ইচ্ছে পূরণ হল এই ৫৮ বছর বয়সে এসে। নিশ্চই জানতে ইচ্ছে করছে কে সেই মহিলা?

আসলে এই মহিলা আর কেউ নন, তিনি হলেন বাদশার কন্যা সুহানা। নিজের মেয়ের সঙ্গেই ব়্যাম্পে হাঁটার স্বপ্ন ছিল শাহরুখের। সুহানা খানের পাশে দাঁড়িয়ে এবার গর্বিত বাবা শাহরুখ খান।

   
 ⁠

জোয়া আখতারের দ্যা আর্চিজ- এ ডেবিউ করেছেন শাহরুখ কন্যা। তারই প্রিমিয়ারে নেমেছিল তারকাদের ঢল। বলিউডের তাবড় তাবড় সেলেবরা এসেছিলেন স্টারকিডকে শুভেচ্ছা জানাতে। সেখানে স্বাভাবিক ভাবেই উপস্থিত ছিল শাহরুখের পরিবারও। সেখানেই লাল গ্রাউনে পড়ে এসেছিলেন সুহানা। মেয়ের হাত ধরে রেডকার্পেটে হাঁটেন শাহরুখ খান। অবশেষে স্বপ্ন পূরণ হল। এক বছর আগের এই পুরোনো ভিডিও ফের ভাইরাল হয়েছে।

  
 ⁠

এর আগেও যখন শাহরুখকে জিজ্ঞেস করা হয়েছিল যে তাঁর সন্তানরা কবে সেলুলয়েড জগতে আসবেন তখনই শাহরুখ খান জানিয়েছিলেন, আগে পড়াশুনা শেষ হবে, তারপর তাঁদের কেরিয়ার তৈরির চিন্তা। এখন তাঁরা বিএদেশ থেকে ফিরে অবশেষে বলিউডে পা রাখলেন।