যদি বক্তব্য রাখতে হয়….আমি খুব নির্লজ্জ! হঠাৎ এমন কেন বললেন কিং খান?

Published on:

যদি বক্তব্য রাখতে হয়....আমি খুব নির্লজ্জ! হঠাৎ এমন কেন বললেন কিং খান?

বরাবরই ফ্যামিলি ম্যান শাহরুখ খান। পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন তিনি। পোষ্য থেকে বাড়ির প্রতিটি সদস্য সকলের সঙ্গেই নির্ভেজাল সময় কাটাতে চান বাদশা। শাহরুখের আরও একটি ভালোবাসার জায়গা হল তাঁর মন্নত। তিনি কিভাবে দিন কাটান? কেমন তার দৈনিক কর্মসূচি তা জানতে কৌতুহলী অনুরাগীরা। এবার সেই সমস্ত নিয়ে মুখ খুললেন কিং খান।

এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শাহরুখ জানান, “আমি বাড়ি ফিরি রাত ২টোয়, তারপর স্নান স্নান সারি। ঘুমোতে যাওয়ার আগে ওয়ার্ক আউট করি। ভোর ৫টায় ঘুমোতে যাই। যখন মার্ক ওয়ালবার্গ ঘুম থেকে ওঠেন, আমি ঘুমোতে যাই। আর তারপর যদি শ্যুটিং চলে তাহলে ৯-১০টা নাগাদ উঠে পড়ি”। তিনি নাকি দিনে একবারই ‘মিল’ খান, তবে এর সঙ্গে ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ের কোনও সম্পর্ক নেই বলেও উল্লেখ করেন তিনি ।

   
 ⁠

তিনি আরো বলেন, “আমার পুরস্কার পেতে খুব ভাল লাগে। আমি এই ব্যাপারে খুবই নির্লজ্জ। যদি বক্তব্য রাখতে হয় তাহলে একটু নার্ভাস হই। বিশেষত আন্তর্জাতিক সম্মান হলে, কারণ সেখানে আমাকে মাথায় রাখতে হয় যেন ভারতীয় সিনেমা ভাল করে উপস্থাপিত হয়। নিজের ব্যবহার শ্রেষ্ঠ রাখতে হয়। আমার রসবোধ নিয়ন্ত্রণে রাখতে হয়”।

  
 ⁠

তাঁর সংযোজন, ৩০০ পুরস্কার আছে তাঁর। মন্নতের ৯ তলা অফিস আছে, এবং প্রত্যেক ফ্লোরেই কিছু না কিছু অ্যাওয়ার্ড আছে। আসলে কোনও ট্রফির ঘর নেই। তাই সব ট্রফিই এইভাবেই সাজানো গোছানো রয়েছে।

শাহরুখের বন্ধু চাঙ্কি পান্ডে জানিয়েছিলেন, ছোট্ট ফ্ল্যাট থেকে উঠে এসে মন্নত কিনেছেন কিং খান। সুহানা হওয়ার সময় শাহরুখ থাকতেন একটি পেন্টহাউজে। এরপর ধীরে ধীরে তিনি কিনলেন ২০০ কোটির রাজপ্রাসাদ। নাম রাখলেন মন্নত। এই মন্নত শাহরুখের জীবনের প্রাণ।