শাহরুখ খানের এমন এমন কাণ্ড মাঝে মাঝেই প্রকাশ্যে আসে যা শুনে অবাক হতে হয়। চিরাচরিত নায়কদের থেকে বরাবরই আলাদা তিনি। তাই ভক্তদের মনে বিশেষ জায়গা করে নিতে বেশি সময় লাগে না বাদশাহর। এবার শোনা গেল ব্যক্তিগত এক অভিজ্ঞতার কথা।
সাফল্যের চূড়ায় উঠেও নিজের ব্যর্থতাকে কখনও লোকাননি কিং খান। একবার এই প্রসঙ্গে তিনি বলেন, “বাথরুমে প্রচুর কাঁদি। কাউকে দেখাই না। বিশ্বাস করতে হবে যে, পৃথিবী আপনার বিরুদ্ধে নয়। ভাবতে হবে, পৃথিবী আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে কাজে ভুল হয়নি। বরং মনে করতে হবে, ছবিটি ভাল ভাবে বানানো হয়নি, তাই সেটি ব্যর্থ হয়েছে। তার পর এগিয়ে যেতে হবে”।
শাহরুখের কথায়, “যখন আপনি ব্যর্থ হন, তখন মনে করা উচিত নয় যে, আপনার কাজে ভুল হয়েছে। হয়ত আপনি যে ইকোসিস্টেমে কাজ করছেন, সেটিকে ভুল বুঝেছেন। আপনাকে বুঝতে হবে মানুষ কেমন প্রতিক্রিয়া দিচ্ছে। আমি যাদের জন্য কাজ করছি, তাঁদের মধ্যে যদি আবেগের উদ্রেক না করতে পারি, তা হলে কাজটি যতই ভাল হোক, তা সফল হবে না”।
নিজের জন্মদিনেই ধূমপান ছাড়ার কথা জানিয়েছেন শাহরুখ। দিনে ১০০ টা সিগারেট খান তিনি। তবে এবার এই ধূমপানের অভ্যাস ছাড়লেন কিং খান। নিজের মুখেই সে কথা জানিয়েছেন তিনি। এদিকে ধূমপান ছাড়ার পর তার বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও দেখা দিচ্ছে বলে জানান।
মুম্বইয়ের একটি অডিটোরিয়ামে জন্মদিনের অনুষ্ঠানে শাহরুখ বলেন, তিনি আর ধূমপান করেন না। তবে কিং খান জানান, ভেবেছিলেন , ধূমপান ছেড়ে দেওয়ার পরেই তিনি স্বাস্থ্যের দিক থেকে আরও সুস্থ বোধ করবেন, তবে তিনি এখনও শ্বাসকষ্ট অনুভব করছেন।